02:35am  Sunday, 22 Sep 2019 || 
   
শিরোনামশিবগঞ্জে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার ১, পলাতক ১
২৩ নভেম্বর ২০১৮, ০৯ অগ্রহায়ণ ১৪২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪০শিবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলায় প্রধান আসামী সামিউল (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হল- সোনামসজিদ বালিয়াদিঘির পূর্বপাড়ার সাবের আলীর ছেলে। এ ঘটনায় ওই এলাকার হুমায়ন আলীর ছেলে আলাল (২৯) নামে আরো একজন পলাতক রয়েছে। বৃহস্পতিবার রাতে সোনামসজিদ বালিয়াদিঘির নিজাম উদ্দিনের স্ত্রী মুন্নি আক্তার বাদি হয়েছে গোসলের আপত্তিকর ভিডিও গোপনে ধারণ করে সামাজিক মর্যাদায় হানী এবং ভয়ভীতির মাধ্যমে চাঁদা আদায় ও মানসিকভাবে নির্যাতন করার অভিযোগ এনে দুজনের নাম উল্লেখ করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ রয়েছে- গেল ৮ নভেম্বর মুন্নি আক্তারের বাথরুমের গোসলের আপত্তিকর ভিডিও গোপনে ধারণ করে সোনামসজিদ বালিয়াদিঘি এলাকার সামিউল ও আলাল। পরে চাঁদা না দিলে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটুইবসহ ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেন আসামিরা। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, পর্নোগ্রাফি মামলা দায়েরের পর সোনামসজিদ এলাকা থেকে রাতেই সামিউল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর একজন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।  

মোহা. সফিকুল ইসলাম, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ

এই নিউজ মোট   3444    বার পড়া হয়েছে


মনোকথাবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.