12:57pm  Friday, 22 Mar 2019 || 
   
শিরোনামক্যাটরিনাকেই পছন্দ সালমানের!
৪ মার্চ ২০১৯, ২০ ফাল্গুন ১৪২৫, ২৬ জমাদিউস সানি ১৪৪০ক্যাটরিনা কাইফের সঙ্গে কি সালমান খান প্রেম করছেন? এমন গসিপ নতুন নয়। এই জুটির প্রেম নিয়ে বহু জল্পনা রয়েছে। অনস্ক্রিনেও হিট এই জুটি। সঞ্জয় লীলা বানসালীর নতুন একটি ছবির কথা চলছে। সেখানে সালমান আর দীপিকা পাড়ুকোনকে কাস্ট করতে চান পরিচালক। সে ক্ষেত্রে নতুন এক জুটিকেও দেখবে ইন্ডাস্ট্রি।

কিন্তু সূত্রের খবর, অনস্ক্রিন রোম্যান্সের জন্য দীপিকা নন, বরং ক্যাটরিনাকেই বেশি পছন্দ সল্লু মিঞার। এমনকি ক্যাটরিনাকে তার ছবিতে নেয়ার জন্য নাকি সঞ্জয়কে চাপও দিয়েছেন সালমান!
১৯৯৯-এ মুক্তি পেয়েছিল সঞ্জয়ের ‘হম দিল দে চুকে সনম’। সে ছবিতে শেষবার সালমানের সঙ্গে কাজ করেছিলেন তিনি। ২০ বছর পর ফের ভাইজানের সঙ্গে কাজের পরিকল্পনা করেছেন সঞ্জয়। কিন্তু সেখানেও ক্যাটরিনাকে কাস্ট করার জন্য নাকি চাপ দিচ্ছেন অভিনেতা! এদিকে সঞ্জয় নায়িকার চরিত্রে দীপিকাকে ভেবেছেন।

বলি সূত্রের খবর, আপাতত নিজস্ব প্রোডাকশনের ‘দাবাং থ্রি’র শুটিং নিয়ে ব্যস্ত সালমান। তারপর নাকি সঞ্জয়ের ছবির কাজ শুরু করবেন তিনি। কিন্তু সে ছবিতে ক্যাটরিনা নাকি দীপিকা, কে সুযোগ পাবেন, সেটাই এখন দেখার বিষয়।
এই নিউজ মোট   396    বার পড়া হয়েছে


বিনোদনবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.