12:20pm  Friday, 22 Mar 2019 || 
   
শিরোনামবিয়ের দাবিতে প্রেমিকের বাসার সামনে প্রেমিকার অনশন
৪ মার্চ ২০১৯, ২০ ফাল্গুন ১৪২৫, ২৬ জমাদিউস সানি ১৪৪০বরিশাল নগরীর ফকিরবাড়ি রোড এলাকায় ছাত্রলীগ নেতা হিমু বাশারের বাসার সামনে অনশনে বসেছেন তার প্রেমিকা। এ সময় হিমুসহ পরিবারের সকলে পালিয়ে গেছেন বলে জানা গেছে। 

খবর পেয়ে সোমবার সকালে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে কোতোয়ালী মডেল থানায় নিয়ে যায়। 

প্রেমিক হিমু বরিশাল আইন মহাবিদ্যালয়ের শিক্ষার্থী এবং বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক। তরুণী একই কলেজের শিক্ষার্থী এবং ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তার বাসাও একই নগরীতে।

এ বিষয়ে বরিশাল আইন মহাবিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রী নারগিস সুলতানা চায়না বলেন, কলেজের একই বর্ষে পড়ার সুবাদে ছাত্রলীগ নেতা হিমুর সাথে ওই মেয়েটির প্রেমের সম্পর্ক হয়। তাদের প্রেম গভীরে চলে যায় এবং তারা দৈহিক সম্পর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে নানাভাবে সময় ক্ষেপণ করে হিমু। সম্প্রতি বিয়েতে অসম্মতি প্রকাশ করায় মেয়েটি হিমুর বাসার সামনে অনশনের সিদ্ধান্ত নেয়। 

কোতয়ালী মডেল থানার এসআই মাহামুদ হাসান বলেন, খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ওই প্রেমিকা বিষয়টি ওসি নুরুল ইসলামকে অবহিত করেন। এই ঘটনায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দিলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।


এই নিউজ মোট   552    বার পড়া হয়েছে


নারী অন্যান্যবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.