07:27pm  Saturday, 21 Sep 2019 || 
   
শিরোনামআজ সন্ধ্যায় ধানমন্ডির মাইডাস সেন্টারে কথা বলবেন অরুন্ধতী রায়
৫ মার্চ ২০১৯, ২১ ফাল্গুন ১৪২৫, ২৭ জমাদিউস সানি ১৪৪০আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘অ্যাটমোস্ট এভরিথিং’ শীর্ষক আলোচনায় অংশ নেয়ার কথা ছিল তার। এশিয়ার মর্যাদাপূর্ণ আলোকচিত্র উৎসব ছবি মেলায় অংশ নিতে ৩ মার্চ ঢাকা আসেন বুকারজয়ী লেখিকা অরুন্ধতী রায়। তবে সেখানে তার বক্তব্য রাখার জন্য যে অনুমতি দেয়া হয়েছিল অনিবার্য কারণে তা প্রত্যাহার করা হয়।

এ জন্য একই সময়ে ধানমন্ডির মাইডাস সেন্টারে কথা বলবেন অরুন্ধতী রায়। সেখানে আলোকচিত্রী শহিদুল আলমের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন তিনি। অনুষ্ঠানে অংশ নিতে যারা আগেই নিবন্ধন করেছিলেন তাদের অন্তত এক ঘণ্টা আগে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর অনুরোধ জানিয়েছে ছবি মেলা।

প্রসঙ্গত ধানমন্ডির একাধিক ভেন্যুতে চলছে ‘ছবি মেলা’। এবারের প্রদর্শনীতে ২১টি দেশের ৪৪ জন শিল্পীর ৩৩টি ছবি প্রদর্শিত হচ্ছে। এছাড়া বিশ্বজুড়ে বিভিন্ন বিষয়বস্তুর ওপর ভিত্তি করে রয়েছে আটটি কর্মশালা। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই উৎসব চলবে ৯ মার্চ পর্যন্ত।

সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সমাপ্তি ঘটলো অমর একুশে গ্রন্থমেলা


এই নিউজ মোট   2568    বার পড়া হয়েছে


শিল্প-সহিত্যবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.