12:35pm  Friday, 22 Mar 2019 || 
   
শিরোনামছবিও তোলে যাওয়ার সময় প্রভাসকে চড় মেরে পালালেল তরুণী
৫ মার্চ ২০১৯, ২১ ফাল্গুন ১৪২৫, ২৭ জমাদিউস সানি ১৪৪০বিমানবন্দরে হেঁটে যাচ্ছিলেন 'বাহুবলী' তারকা প্রভাস। তাকে দেখে ছবি তোলার জন্য ছুটে আসেন এক তরুণী। তিনি প্রভাসের সঙ্গে ছবিও তোলেন। চলে যাওয়ার সময় প্রকাশ্যে প্রভাসকে চড় মেরে পালিয়ে যান তিনি।  

আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের   লস অ্যাঞ্জেলস বিমানবন্দর দিয়ে হেঁটে যাচ্ছিলেন প্রভাস। হঠাৎ তাকে দেখে উচ্ছ্বসিত এক তরুণী সেলফি তুলতে এগিয়ে আসেন। প্রভাসও কোনো দ্বিধা না করে তার সঙ্গে ছবি তোলেন। এই পর্যন্ত সব ঠিক-ঠাকই ছিল। কিন্তু ছবি তোলার পর হঠাৎ লাফাতে লাফাতে প্রভাসের গালে চড় মেরে চলে যান ওই তরুণী। আকষ্মিক এই ঘটনায় অপ্রস্তুত প্রভাস হেসে ফেলেন। পরক্ষণে আরেক ভক্তের সঙ্গে ছবি তুলতে দেখা যায় তাকে।

প্রসঙ্গত, এই মুহূ্তে 'সাহো' সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন প্রভাব। আমেরিকা ও দুবাইসহ বিভিন্ন দেশে চলছে এই সিনেমার শ্যুটিং। সাহোতে প্রভাসের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। ইতিমধ্যেই শ্রদ্ধা কাপুর ও প্রভাসের জন্মদিনে প্রকাশ্যে আনা হয়েছে এই সিনেমার দুটি অ্যাকশন দৃশ্য।
এই নিউজ মোট   552    বার পড়া হয়েছে


বিনোদনবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.