02:14pm  Monday, 22 Apr 2019 || 
   
শিরোনামমরক্কোর কাছে শুল্কমুক্ত সুবিধা চান অর্থমন্ত্রী
৬ এপ্রিল ২০১৯, ২৩ চৈত্র ১৪২৫, ২৯ রজব ১৪৪০শনিবার মরোক্কোর মারাকাসে সে দেশের অর্থমন্ত্রী মোহাম্মদ বেঞ্চাবোনের সঙ্গে এক বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক বাড়াতে মরক্কোর বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের সুযোগ চেয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একই সঙ্গে তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক ও চামড়া খাতে দেশটির উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানান তিনি।

ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ৪৪তম বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে বর্তমানে সেখানে রয়েছেন অর্থমন্ত্রী। দু'দিনের এ সভা গতকাল শুরু হয়। এ সময় আইডিবির প্রেসিডেন্ট বান্দার এমএইচ হাজ্জাসহ বোর্ড অব গভর্ন্যান্সের অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকে দু'দেশের অর্থমন্ত্রী পারস্পরিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এবারের আইডিবির প্রতিপ্রাদ্য বিষয় হচ্ছে-'ট্রান্সফর্মিং ইন এ ফাস্ট চেঞ্জিং ওয়ার্ল্ড: এ রোড টু এসডিজি।'

জাতিসংঘের ঘোষণা অনুযায়ী, বাংলাদেশসহ সদস্যভুক্ত দেশগুলোকে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন বা এসডিজির অভীষ্ট লক্ষ্য অর্জন করতে হবে। এসব লক্ষ্য অর্জনে বাংলাদেশ নিরলসভাবে কাজ করছে বলে মুস্তফা কামাল আইডিবির প্রেসিডেন্টকে অবহিত করেন। আইডিবির প্রেসিডেন্ট বলেন, সহাস্রাব্দ উন্নয়ন বা এমডিজিতে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। এর ধারাবাহিকতায় এসডিজিতে ভালো করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ বিষয়ে আইডিবির পক্ষ থেকে সবাত্মক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন তিনি।

এই নিউজ মোট   612    বার পড়া হয়েছে


অর্থনিতীবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.