02:15pm  Monday, 22 Apr 2019 || 
   
শিরোনাম১১ এপ্রিল চ্যানেল আইতে-“গ্রামের নাম সুবর্ণপুর”, “গোল্ডেন ভাই”,“আমাদের সন্তানেরা” এবং “মেট্রোসেম টু দ্য পয়েন্ট”
১০ এপ্রিল ২০১৯, ২৭ চৈত্র ১৪২৫, ৩ শাবান ১৪৪০“গ্রামের নাম সুবর্ণপুর”
পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিবেদিত ‘গ্রামের নাম সুবর্ণপুর’। মাতৃত্বকালীন সেবা, মা ও শিশুর পরিচর্যা, বাল্যবিবাহ রোধ-সহ জনসচেতনতামূলক সরকারের বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড এ নাটকে তুলে ধরা হয়েছে। প্রচার হচ্ছে প্রতিদিন বিকেল ৫.৩০ মিনিটে।
নাটকটিতে অভিনয় করেছেন এস এম মহসীন, শবনম ফারিয়া, শিরিন আলম, জ্যোতিকা জ্যোতি, সমাপ্তী মাশুক, সাইকা আহমেদ, খায়রুল আলম টিপু, মুকুল সিরাজ, শারমিন আঁখি, নিশাত প্রিয়ম, সিজান, মনীষা সিকদার প্রমুখ।

“গোল্ডেন ভাই”
চ্যানেল আইতে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘গোল্ডেন ভাই’। মেজবাহউদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এ নাটকে অভিনয় করেছেন নাদিয়া মীম, সারওয়াত আজাদ বৃষ্টি, আরফান নিশো, শতাব্দী ওয়াদুদ, প্রভা, অপর্ণা, ফারুক আহমেদ, শিমুল সরকার, আশরাফুল আশিষ, তারিক আনাম খান, ওয়াহিদা মল্লিক জলি, কচি খন্দকার, তানিয়া আহমেদ প্রমুখ।

নাসির উদ্দিন ইউসুফের সঞ্চালনায় “আমাদের সন্তানেরা”
চ্যানেল আইতে নাসির উদ্দিন ইউসুফের সঞ্চালনায় ‘আমাদের সন্তানেরা’ প্রচার হবে বৃহস্পতিবার রাত ৮.৩০ মিনিটে। পরিচালনায় রেহানা সামদানী। নিবেদন করেছে ইউসিবি। দেশের কৃতি সন্তানদের উজ্জল আলোর প্রভায় আগামী দিনের তরুণ-তরুণী, দেশের মানুষ স্বপ্ন ও শক্তি¯œাত এবং ঋদ্ধ হবেন, এটাই অনুষ্ঠানের মূল আশা।

“মেট্রোসেম টু দ্য পয়েন্ট”
সাম্প্রতিক বিষয়ে আলোচনা-পর্যালোচনার অনুষ্ঠান মেট্রোসেম ‘টু দ্য পয়েন্ট’। টেলিভিশনে সরাসরি সম্প্রচারের পাশাপাশি চ্যানেল আই-এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচারের মাধ্যমে অনুষ্ঠানটি পৌঁছে যাচ্ছে দেশ বিদেশের দর্শকের কাছে। জাহিদ নেওয়াজ খানের পরিকল্পনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন তারিকুল ইসলাম মাসুম, সোমা ইসলাম, পান্থ রহমান প্রমুখ। পরিচালনায় রাজু আলীম। ‘মেট্রোসেম টু দ্য পয়েন্ট’ চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি প্রচার হবে বৃহস্পতিবার রাত ১০টায়।

এই নিউজ মোট   396    বার পড়া হয়েছে


টেলিভিশনবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.