02:21pm  Saturday, 20 Jul 2019 || 
   
শিরোনামমদনে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত, আহত ১০
১১ এপ্রিল ২০১৯, ২৮ চৈত্র ১৪২৫, ৪ শাবান ১৪৪০নেত্রকোনা প্রতিনিধি ঃ নেত্রকোনার মদনে জমি ও হাওরের বাঁধ নিয়ে বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার দু’দল গ্রামবাসীর সংঘর্ষে বিবেক মিয়া (৩৫) নামক এক ব্যাক্তি নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের সামনের কান্দার হাওরে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার মদনের আলমশ্রী গ্রামের সাবেক ইউপি সদস্য বেবুল মেম্বারের সাথে জমি এবং হাওরের বাঁধ নির্মাণ নিয়ে একই গ্রামের কামরুল গংদের বিরোধ দেখা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মাঝে দীর্ঘদিন ধরে মামলা মোকাদ্দমা চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে বেবুল মেম্বারের লোকজন কান্দার হাওরে কাজ করতে গেলে কামরুলের লোকজন বাধা দেয়। এ নিয়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় বেবুল মেম্বার পক্ষের বিবেক মিয়া নামক এক ব্যাক্তি নিহত এবং উভয় পক্ষের কমপক্ষে ১০জন আহত হয়। খবর পেয়ে মদন থানার পুলিশ ঘটনাস্থল পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগর্ষে গুরুতর আহত মানিক, জমশেদ ও ইকবালকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদেরকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রমিজুল হক জানান, একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকায় কামরুল গ্রুপের জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।  থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খলিলুর রহমান শেখ, নেত্রকোনা 

এই নিউজ মোট   2712    বার পড়া হয়েছে


ক্রাইম নিউজবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.