03:41am  Saturday, 20 Jul 2019 || 
   
শিরোনামবোন বাপের বাড়ি চলে যাওয়ায় শ্যালকদের গাছে বেঁধে পিটিয়েছেন দুলাভাই
১৮ জুন ২০১৯, ৪ আষাঢ় ১৪২৬, ১৪ শাওয়াল ১৪৪০রোববার ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরমছলন্দ কান্দাপাড়া গ্রামে যৌতুক ও নির্যাতনের কারণে বোন বাপের বাড়ি ফিরে আসায় গাছে বেঁধে দুই শ্যালককে পিটিয়েছেন দুলাভাই।

মারধরের শিকার দুই সহোদরের নাম ইলিয়াস (২০) ও ইকরাস (২৫)। তাদের বাবার নাম মো. আব্দুল খালেক।  খবর পেয়ে নির্যাতিত দুই ভাইকে উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের ভগ্নিপতি আবু সাঈদকে (৩৭) আটক করে গফরগাঁও থানা পুলিশ। এ ঘটনায় গতকাল সোমবার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, ১৫ বছর আগে চরমছলন্দ কান্দা গ্রামের আবদুল খালেকের মেয়ে শিউলির সঙ্গে চরমছলন্দ কাচারীপাড়া গ্রামের আছর আলীর ছেলে আবু সাঈদের বিয়ে হয়।  বিয়ের পর থেকেই শিউলিকে যৌতুকসহ নানা কারণে অত্যাচার করতেন সাঈদ ও তার পরিবার।  তা সইতে না পেরে গত ৬ মাস আগে তিন সন্তানসহ স্বামীর সংসার ত্যাগ করে বাপের বাড়ি ফিরে আসেন শিউলি।

এ ঘটনার জের ধরে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। রোববার সকালে ইলিয়াস ও ইকরাস তাদের বাড়ির একটি অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় কেনাকাটা করার উদ্দেশ্যে তাদের ভগ্নিপতির বাড়ির সামনে দিয়ে অটোরিকশাযোগে গফরগাঁও বাজারে যাওয়ার সময় সাঈদ ও তাদের আত্মীয় ইলিয়াস, রহিম, হাবিবুর, জসিম, হাফিজউদ্দিন তাদের অটোরিকশার গতিরোধ করে।

তারা ইলিয়াস ও ইকরাসকে টেনে-হিচঁড়ে অটোরিকশা থেকে নামিয়ে তাদের সঙ্গে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে সাঈদের বাড়ির ভিতরে নিয়ে একটি কড়ইগাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় তাদের।

খবর পেয়ে ইলিয়াস ও ইকরাসের বাবা আবদুল খালেক এলাকাবাসীদের নিয়ে ঘটনাস্থলে গেলে তাদেরও গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। পরে এলাকাবাসীর চাপে আবদুল খালেককে ছেড়ে দেয় সাঈদের লোকজন। খবর পেয়ে পুলিশ ইলিয়াস ও ইকরাসকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গফরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নূর শাহীন এ ব্যাপারে জানান, থানায় ঘটনার ব্যাপারে দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে।  তদন্ত চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এই নিউজ মোট   552    বার পড়া হয়েছে


পুরুষ নির্যাতনবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.