09:36pm  Sunday, 18 Aug 2019 || 
   
শিরোনামসুস্থ্য, সুন্দর জাতি গঠনে মা ও শিশুর বিকাশ গুরুত্বপূর্ণ
২৪ জুলাই ২০১৯, ৯ শ্রাবণ ১৪২৬, ২০ জিলকদ ১৪৪০বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) একটি মিলনায়তনে ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন ও লোগো উন্মোচন অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সুস্থ্য, সুন্দর জাতি গঠনে মা ও শিশুর বিকাশ গুরুত্বপূর্ণ। এজন্য মা ও শিশুর পুষ্টি নিশ্চিতকরণে সরকার নানামূখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।

মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় তিনি আরও বলেন, মা ও শিশু সহায়তা কর্মসূচির সুবিধাভোগী মা ও শিশু। দেশের প্রত্যন্ত অঞ্চলের মায়েদের কাছে এই কর্মসূচির বার্তা পৌঁছাতে হবে। তাদেরকে সচেতন করতে হবে। তাদের জানাতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা ও তার গর্ভের শিশুর পুষ্টি নিশ্চিত করতে এ সকল কর্মসূচি গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সংস্কার ও সমন্বয়) শেখ মুজিবুর রহমান এনডিসি, বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি, জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি রিপ্রেজেনটেটিভ রিচার্ড রাগান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, অতিরিক্ত সচিব আইনুল কবীর, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বদরুন নেছা। কর্মসূচির প্রেক্ষাপট তুলে ধরেন বাংলাদেশে বিশ্ব খাদ্য সংস্থার হেড অব প্রোগ্রাম রেজাউল করিম।
এই নিউজ মোট   804    বার পড়া হয়েছে


নারীবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.