‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পাচ্ছেন ফরিদা পারভীন
১ আগস্ট ২০১৯, ১৭ শ্রাবণ ১৪২৬, ২৮ জিলকদ ১৪৪০
এবার ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পাচ্ছেন লালনসঙ্গীতের গুণী শিল্পী ফরিদা পারভীন। আগামী ৪ আগস্ট বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে হবে পদক গ্রহণ অনুষ্ঠান।
এই আয়োজনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। সাংস্কৃতিক আয়োজনের পর শিল্পী ফরিদা পারভীনের হাতে সম্মাননা তুলে দেবেন ঢাবি’র উপাচার্য মো. আখতারুজ্জামান।
২০১৪ সালের ৯ সেপ্টেম্বর প্রয়াত হন উপমহাদেশের প্রখ্যাত নজরুলঙ্গীত শিল্পী ফিরোজা বেগম। ২০১৬ সাল থেকে তার প্রতি জন্মদিনে প্রদান করা হচ্ছে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’।
এর মধ্যে প্রথমবার সাবিনা ইয়াসমীন (২০১৬), দ্বিতীয়বার রেজওয়ানা চৌধুরী বন্যা (২০১৭) ও তৃতীয়বার এ পদক পান রুনা লায়লা (২০১৮)।
দিনাজপুরে সৌদি আরবের বিখ্যাত আজোয়া জাতের খেজুর চাষে মাহাবুবুরের সাফল্য
এই নিউজ মোট 5938
বার পড়া হয়েছে