02:01pm  Monday, 27 Jan 2020 || 
   
শিরোনাম১৫ আগস্টকে ‘জাতীয় আনন্দ দিবস’ লেখার অপরাধে অধ্যক্ষের বিরুদ্ধে মামলা
৮ আগস্ট ২০১৯, ২৪ শ্রাবণ ১৪২৬, ৬ জিলহজ ১৪৪০আজ বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি স্কুলের চলতি সালের ক্যালেন্ডারে ১৫ আগস্টকে ‘জাতীয় আনন্দ দিবস’ লেখার অপরাধে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার কেন্দুবাগ বাজারের অক্সফোর্ড আইডিয়াল জুনিয়র স্কুলের অধ্যক্ষ মো. নুর হোসেনের বিরুদ্ধে জেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ মামলা দায়ের করা হয়।

মামলার বাদী বেগমগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ আলম নান্নুর ছেলে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান শুভ বলেন, ‘অক্সফোর্ড আইডিয়াল জুনিয়র স্কুলের অধ্যক্ষ মো. নুর হোসেন জিরতলী ইউনিয়ন জামায়াতের আমির ও বেগমগঞ্জ উপজেলার অর্থ বিষয়ক সম্পাদক। সে একজন জঙ্গী ও কয়েকটি নাশকতার ঘটনার সাথে জড়িত ছিল। সে ওই স্কুলের চলতি সনের ক্যালেন্ডারে জাতীয় শোক দিবসকে আনন্দ দিবস উল্লেখ করে রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনা জানার জন্য গত ৪ আগস্ট বিদ্যালয়ে আমিসহ এলাকার সচেতন অভিভাবকরা গেলে আসামি নুর হোসেন সবার ওপর ক্ষিপ্ত হয়। এরপর অভিভাবকরা তার প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়।’

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘নুর হোসেনের বিরুদ্ধে থানায় কোনো মামলা হয়নি। তবে শুনেছি আদালতে মামলা হয়েছে। মামলাটি থানায় আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

ওসি আরও বলেন, ‘সে যে অপরাধ করেছে তা অত্যন্ত জঘন্য বলে আমি মনে করি।’
এই নিউজ মোট   20877    বার পড়া হয়েছে


আইন-আদালতবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.