গাইবান্ধায় ঈদগাহ মাঠের গেটের ছাদ ধ্বসে এক মুসল্লির মৃত্যু
১৩ আগস্ট ২০১৯, ২৯ শ্রাবণ ১৪২৬, ১১ জিলহজ ১৪৪০
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমাণীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া ঈদগাহ মাঠের গেটের ছাদ ধ্বসে তসকিন উদ্দিন মন্ডল (৯৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। সে গোবিন্দগঞ্জ উপজেলার গুমাণীগঞ্জ ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, আজ সোমবার সকালে ঈদ উল আযহার নামাজ আদায় করতে তসকিন উদ্দিন মন্ডল ফুলপুকুরিয়া ঈদগাহ মাঠে যান। ঈদের নামাজ আদায় শেষে মাঠ থেকে বের হবার সময় হঠাৎ ঈদগাহ মাঠের গেটের ছাদ ধ্বসে তসকিন উদ্দিনের মাথার উপর পরে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
পরিবারের পক্ষ থেকে নিহতের নাতী এ্যাডভোকেট রাশেদ খান মুন মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন। ঈদের দিনে এমন দুর্ঘটনায় একায় শোকের ছায়া নেমে এসেছে।
ফারুক হোসেন, গাইবান্ধা।
এই নিউজ মোট 3282
বার পড়া হয়েছে