11:10pm  Saturday, 19 Oct 2019 || 
   
শিরোনামবন্ধু হিসেবে আমিরই পারফেক্ট
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪ আশ্বিন ১৪২৬, ২৯ মহররম ১৪৪১আমির খানের সঙ্গে জুটি বেঁধে সবগুলো সিনেমাই হিট করেছে কারিনা কাপুরের। আবারো তাদের জুটি হিসেবে দেখা যাবে নতুন সিনেমায়। সম্প্রতি ‘লাল সিং চাড্ডা’ শিরোনামে একটি সিনেমার শুটিং শুরু করেছেন আমির খান। এই সিনেমায় প্রথমে আমির খানের ছোটবেলার বন্ধু এবং পরে প্রেমিকা হিসেবে অভিনয় করবেন কারিনা কাপুর খান। আমির, কারিনার ছোটবেলার ভূমিকায় ছোট কাউকে দিয়ে অভিনয় করানো হবে। কলেজে যাওয়ার পর আমির, কারিনাকে স্ক্রিনে রোমান্স করতে দেখা যাবে।

‘লাল সিং চাড্ডা’র প্রথম অংশের শুটিং পাঞ্জাবে এরইমধ্যে শুরু করে দিয়েছেন আমির খান। কয়েকদিনের মধ্যেই আমিরের সঙ্গে শুটিংয়ের সেটে যোগ দেবেন কারিনা কাপুর। এই সিনেমার জন্য আমির এরইমধ্যেই ২০ কেজি ওজন কমিয়েছেন।

১০০টি জায়গায় অর্থাত্ ভারতজুড়ে ‘লাল সিং চাড্ডা’র শুটিং করা হবে। বাস্তব জীবনেও আমিরের সঙ্গে ভালো সম্পর্ক কারিনার। বন্ধু আমির প্রসঙ্গে কারিনা বলেন, ‘বন্ধু হিসেবে আমির আমার বেশ কাছের। সিনেমার পর্দায় তিনি যেমন পারফেশনিস্ট তেমনি বন্ধু হিসেবেও পারফেকশনিস্ট। যেকোনো পরামর্শের বিষয়ে আমার কাছে নির্ভরযোগ্য এজকন বন্ধু তিনি।’
এই নিউজ মোট   432    বার পড়া হয়েছে


বলিউডবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.