02:50am  Sunday, 07 Jun 2020 || 
   
শিরোনাম
 »  করোনার কারনে মা দক্ষিণ সুদানে, বাবা দক্ষিণ কোরিয়ায়, আর সন্তানেরা উগান্ডায়     »  সংকটাপন্ন হওয়ায় আ.লীগ নেতা নাসিমকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত      »  দ্বিতীয় স্ত্রী দাবি করে এমপি এনামুলের সম্মানহানির অভিযোগে আয়েশার নামে মামলা     »  স্থিতিশীল রয়েছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা      »  দেশে ৩৫ জনসহ করোনায় মৃত্যু ৮৪৬, ২,৬৩৫ জনসহ আক্রান্ত ৬৩,০২৬ জন      »  শিবগঞ্জ পৌর মেয়রের সংবাদ সম্মেলনের বিরুদ্ধে প্রতিপক্ষের পাল্টা সম্মেলন     »  বাগেরহাটে ৫ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস     »  এমপি শেখ হেলাল উদ্দীনের নির্দেশনায় বেদে সম্প্রদায়কে মানবিক সহায়তা প্রদান     »  আম্পানে বিধ্বস্ত শরণখোলায় বগী গ্রাম আবারও জোয়ারের পানিতে প্লাবিত     »  বাগেরহাটে সেনাবাহিনী ও প্রশাসনের স্বাস্থ্যবিধি রক্ষায় অভিযান   চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় কেক কাটা আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী
১ অক্টোবর ২০১৯, মঙ্গলবার। ১৭ আশ্বিন, ১৪২৬ বঙ্গাব্দ। ১ সফর ১৪৪১গাইবান্ধা প্রতিনিধি: চ্যানেল আই এর ২১ বছর পদার্পন ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমার চ্যানেল আই দর্শক ফোরামের আয়োজনে মঙ্গলবার গাইবান্ধা প্রেসক্লাবে কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির ও বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন।


আমার চ্যানেল আই দর্শক ফোরাম গাইবান্ধার সভাপতি এমএ সালামের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম বাবুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, গাইবান্ধা পৌরসভার কাউন্সিলর মো. শহীদ আহমেদ, প্রেস ক্লাবের সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর ও অমিতাভ দাশ হিমুন, যুগ্ম সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সিদ্দিক আলম দয়াল, সদস্য কুদ্দুস আলম, খায়রুল ইসলাম, রজতকান্তি বর্মন, রিক্তু প্রসাদ, সময় টিভির জেলা প্রতিনিধি নুর আলম আকন্দ রিপন, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ফারুক হোসেন, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোপাল মোহন্ত, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, পলাশবাড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক দুদু, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বিজয় টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর কবির ডিপটি, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি মাহামুদ খান, গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরামের সদস্য নুর আলম আকন্দ, আমার চ্যানেল আই দর্শক ফোরাম গাইবান্ধার সাংগঠনিক সম্পাদক ও নিপোর পরিচালক আহম্মেদ উল্যাহ প্রমুখ। অনুষ্ঠান শেষে মোনাজাত করেন মাওলানা সানাউল্যাহ। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


ফারুক হোসেন
গাইবান্ধা।


এই নিউজ মোট   1017    বার পড়া হয়েছে


টেলিভিশনবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.