06:53am  Sunday, 26 Jan 2020 || 
   
শিরোনাম
 »  গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে শিখছে শিশুরা      »  বাংলাদেশ রোহিঙ্গাদের স্থায়ী আশ্রয় দিতে পারবে না      »  আজ ও আগামীর সেতুবন্ধন বঙ্গবন্ধু হচ্ছেন      »  ডি ক্যাপ্রিওর বিরুদ্ধে ৩০ কোটি ডলারের মামলা     »  গুলিস্তানে মার্কেট দখল নিতে যুবলীগের হামলা, তাদের বিরুদ্ধে মামলা     »  যত পারেন দুর্নীতি করেন, পরিণাম বিএনপির মত হবে     »  ঢাকা সিটি নির্বাচন-২০২০; বিশ্বমানের ওয়ার্ড করতে চায় মান্নান     »  রবিবার জামালপুর এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      »  বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসে হটলাইন খোলা হয়েছে     »  মুক্তিযোদ্ধা দবির উদ্দিন সুচিকিৎসার অভাবে ভুগছেন    ব্র্যাকের প্রতিষ্ঠাতার মৃত্যুতে ওয়েবসাইটে- আপনাকে ধন্যবাদ আবেদ ভাই
২১ ডিসেম্বর ২০১৯, ০৬ পৌষ ১৪২৬, ২৩ রবিউস সানি ১৪৪১ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে ব্র্যাক পরিবারের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত বার্তায় তার উত্তরাধিকারের যোগ্য হয়ে ওঠার প্রতিজ্ঞা করে বলা হয়েছে 'আপনাকে ধন্যবাদ, আবেদ ভাই।'

ওয়েবসাইটে একইসঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে স্যার ফজলে হাসান আবেদের সম্পর্কে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রোসফটের প্রতিষ্ঠতা বিল গেটসসহ বিশিষ্টজন এবং সাধারণ মানুষের স্মৃতি ও অনুভূতি শেয়ার করা হয়েছে। চাইলে ব্র্যাকের ওয়েবসাইটে (http://www.brac.net/)  গিয়ে যে কেউ স্যার ফজলে হাসান আবেদ সম্পর্কে নিজেদের স্মৃতি, অনুভূতি এবং বার্তা শেয়ার করতে পারবেন।

স্যার ফজলে হাসান আবেদকে নিয়ে ব্র্যাক পরিবারের বার্তায় বলা হয়, 'আপনাকে ধন্যবাদ, আবেদ ভাই। মানুষের জীবন কতটা অর্থবহ হতে পারে, তা আপনি আমাদের দেখিয়েছেন। আমাদের বুকে আত্মবিশ্বাসের বীজ বুনে দিয়েছেন আপনি। আমরা এখন অসম্ভবকে সম্ভব করতে শিখেছি। আমরা শিখেছি কীভাবে প্রতিদিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হয়, শত ব্যর্থতার মাঝেও উঠে দাঁড়াতে হয়, না থেমে সামনে এগিয়ে যেতে হয়। মানুষের ভেতরের সুপ্ত সম্ভাবনাকে চিনতে শিখেছি আমরা। জানতে শিখেছি, প্রতিটি মানুষ কী অসীম সম্ভাবনার আধার!'

বার্তায় আরও বলা হয়েছে, 'মানুষের সামর্থ্য আর সম্ভাবনার ওপর বিশ্বাস গড়ে দেবার জন্য আপনাকে ধন্যবাদ। শোক আমাদের স্তব্ধ করেছে, একথা সত্য। কিন্তু পরিস্থিতি যতই প্রতিকূল হোক, সামনে এগিয়ে যাওয়ার দীক্ষা তো আপনিই আমাদের দিয়েছেন। ৪৭ বছর ধরে দারিদ্র্য আর বৈষম্যের বিরুদ্ধে অবিরাম যে লড়াই আপনি চালিয়ে গেছেন, তা এখন আমাদের এগিয়ে নেওয়ার পালা। সমতাপূর্ণ পৃথিবী গড়ে তোলার দায়িত্ব এখন আমাদের কাঁধে। আমরা আপনার উত্তরাধিকারের যোগ্য হয়ে ওঠার প্রতিজ্ঞা করছি।'
এই নিউজ মোট   107    বার পড়া হয়েছে


এনজিওবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.