01:58am  Thursday, 24 Sep 2020 || 
   
শিরোনাম
 »  ২৪ সেপ্টেম্বর; আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা     »  অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে প্রায় ৪০০ পাইলট তিমি মারা গেছে     »  শিবগঞ্জের যত খবর     »  গাইবান্ধায় বিল্ডিং ভাঙ্গার সময় দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক সহ ২ জন নিহত     »  কিশোরগাড়ী ৫ ও ৩ নং ওয়ার্ড কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।     »  গোবিন্দগঞ্জে অবাধভাবে পুকুর খনন ৪০ টি পরিবারের ভোগান্তি সীমা নেই     »  ২৪ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার চ্যানেল অঅইতে দেখবেন     »  কালীগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার, থানায় মামলা     »  যত্রতত্র নির্মাণ বন্ধে মাস্টারপ্ল্যান করে রাস্তা নির্মাণ করা হবে     »  সৌদি প্রবাসীদের আন্দোলন না করাই ভাল   রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মনোনীত হয়েছেন ঠাকুরগাঁও জেলার এসপি
২৪ ডিসেম্বর ২০১৯, ০৯ পৌষ ১৪২৬, ২৬ রবিউস সানি ১৪৪১আরিফুজ্জামান আরিফ ঠাকুরগাঁও : রংপুর রেঞ্জের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মনোনীত হয়েছেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান (পিপিএম-সেবা)।


সোমবার রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে রংপুর রেঞ্জের ৮ জেলার পুলিশ সুপারদের মধ্যে তাকে মনোনীত এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।


জানা যায়, গত অক্টোবর মাসে ঠাকুরগাঁও জেলার আইন শৃঙ্খলা পরিচালনায় বিশেষ অবদান রাখায় মোহা. মনিরুজ্জামানকে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মনোনীত এবং পুরস্কার প্রদান করা হয়।


এ সময় উক্ত আইন শৃঙ্খলা পর্যালোচনা মাসিক সভায় রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ ইকবাল হোসেন, রংপুরের কমান্ড্যান্ট (এসপি) মোঃ মেহেদুল করিম, পিপিএম-সেবা, রংপুর রেঞ্জ দপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক, রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারসহ রংপুর রেঞ্জের বিভিন্ন কর্মকর্তা ও ৮ জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।          


এদিকে রংপুর রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় সোমবার সন্ধ্যায় ডিবি পুলিশের ওসি মো: ওয়াহেদ আলীর নেতৃত্বে জেলা ডিবি পুলিশ টিম পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান (পিপিএম-সেবা) কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। এসময় এসআই শামীম, নবীউল, আবু ঈসা, এএসআই নয়ন, হেলালসহ ডিবি পুলিশের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।


এই নিউজ মোট   905    বার পড়া হয়েছে


সফলতার গল্পবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.