10:36pm  Friday, 14 Aug 2020 || 
   
শিরোনাম
 »  চ্যানেল আইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠান      »  নওগাঁয় বছরব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন     »  চন্ডিপুর ইউনিয়ন এলাকায় কমিউনিস্ট পার্টির সমাবেশ ও মাস্ক বিতরণ     »  দিনাজপুরে করোনায় নতুন ৪৩ জন আক্রান্ত      »  শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যদায় করোনায় মুত্যু পুলিশ অফিসারের লাশ দাফন     »  শিবগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন     »  ঝালকাঠি সদর হাসপাতালের সাবেক সিভিল র্সাজন ও সহকারির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ।     »  নলছিটির নদীতে বালু উত্তোলনের দায়ে ড্রেজার আটকসহ ১০ জনকে একমাসের কারাদন্ড     »  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত যেন বৃথা না যায়     »  আগামীকাল ১৫ আগস্ট জাতীয় শোক ও বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাতবার্ষিকী    দিনাজপুরে আগাম আলু চাষ
২৬ ডিসেম্বর ২০১৯, ১১ পৌষ ১৪২৬, ২৮ রবিউস সানি ১৪৪১বিশেষ প্রতিবেদক,দিনাজপুর থেকেঃ দিনাজপুরে আগাম আলু চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনুকুল আবহাওয়া ও অত্যাধুনিক পদ্ধতিতে চাষাবাদ করায় এবার এ অ লে আগাম আলু’র ভালো ফলন হয়েছে। এ জেলার আলু যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। আগাম আলুর দাম ভালো পাওয়ায় ঘুরছে অনেক কৃষকের ভাগ্যের চাকা।  
দিনাজপুরের বিস্তৃর্ণ ফসলের মাঠ জুড়ে এখন আগাম আলু’র সমারোহ। আগাম আলু পরিচর্যা ও উত্তোলনে  ব্যস্ত কৃষক। এ আগাম আলু চাষের ফলে কৃষকের পাশাপাশি শ্রমিকদেরও সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের।
বিভিন্ন উচ্চ ফলনশীল আগাম জাতের আলু আবাদ করেছেন  কৃষক। এ জাতের আলু চাষ করে তারা প্রতি বিঘা জমি থেকে লাভ করছেন ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকা।
দিনাজপুর জেলার ১৩ টি উপজেলায় এবার ৪০ হাজার এক’শ ৩২ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আগাম জাতের আলু চাষ হয়েছে লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক জমিতে। এর মধ্যে সদর  ও বীরগঞ্জ উপজেলাতে হয়েছে সবচেয়ে বেশী। দাম ভালো পাওয়ায় কৃষক ক্ষেতেই বিক্রি করছেন আলু। এছাড়াও আগাম জাতের আলু বেচা-কেনাকে কেন্দ্র করে জেলায় গড়ে উঠেছে বেশ কয়েকটি আলুর মৌসুমি হাট। বিভিন্ন স্থান থেকে পাইকারেরা এসে এসব আলু কিন নিয়ে যাচ্ছেন । জেলার চাহিদা মিটিয়ে  এসব আলু চলে যাচ্ছে রাজধানী ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন অ লে।
লাভ জনক ফসল হওয়ায়  আগাম আলু চাষে কৃষকদের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। উপ-পরিচালক তৌহিদুল ইকবাল জানান, সদর  ও বীরগঞ্জ উপজেলাতে হয়েছে সবচেয়ে বেশী হয়েছে আগাম জাতের আলু চাষ। দাম ভালো পাওয়ায় কৃষক ক্ষেতেই বিক্রি করছেন আলু।
দিগন্ত বিস্তৃত ক্ষেতেই জানান দিচ্ছে, এ অ লে আগাম আলু চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই আগাম আলু চাষ করে ঘুরছে, অনেক কুষকের ভাগ্যের চাকা। সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এবং এই আগামজাতের আলুর  ভালো দাম পেলে এ অ লে আগামীতে আগাম আলু চাষ পরিধি আরো বেড়ে যাবে এমনটাই মন্তব্য করেছেন কৃষিবিদরা। শাহ্ আলম শাহী-চ্যানেল আই দিনাজপুর) ।

 

শাহ্ আলম শাহী

দিনাজপুর

এই নিউজ মোট   178    বার পড়া হয়েছে


কৃষিবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.