ঢাকার ‘বিক্ষোভ’ সিনেমায় কলকাতার শ্রাবন্তী
০৮ জানুয়ারি ২০২০, ২৪ পৌষ ১৪২৬, ১১ জমাদিউল আউয়াল ১৪৪১
পরিচালক শামীম আহমেদ নির্মাণ করছেন তার নতুন ছবি ‘বিক্ষোভ’। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন শান্ত খান। তার সঙ্গে আছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। ছবিটির শুটিং শেষ পর্যায়ে বলে জানিয়েছেন শামীম আহেমদ রনি।
৬ জানুয়ারি ছবির শেষ লটের শুটিং শুরু হয়েছে। রাজধানীর আফতাব নগরে চলছে দৃশ্যায়ণ। পরিচালক জানালেন, আফতাব নগরের পর বুধবার সন্ধ্যায় এফডিসিতে শুটিং শুরু হবে।
ছবিটির শেষ লটের শুটিংয়ে অংশ নিতে কলকাতা থেকে বৃহস্পতিবার আসছেন শ্রাবন্তী। এফডিসিতে শুক্রবার 'বিক্ষোভ' ছবির শুটিংয়ে অংশ নেবেন তিনি।
এ বিষয়ে পরিচালক শামীম আহমেদ রনি বলেন, ‘সপ্তাহ খানেক শুটিং হলেই বিক্ষোভ-এর কাজ মোটামুটি শেষ। এরপর মুক্তির জন্য প্রস্তুত করা হবে।’
ঢাকার রাজপথে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে উপজীব্য করে গড়ে উঠেছে ‘বিক্ষোভ’ ছবির গল্প। শামীম আহমেদ রনির গল্পে ছবির চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান দিল।
ছবিটি প্রযোজনা করছে স্টোরি স্প্ল্যাশ মিডিয়া। ছবির সহকারী নির্মাতা হিসেবে আছেন পূজন মুজুমদার।
ছবিটির বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে একটি আইটিম গান। কোনালের গাওয়া গানটিতে পারফর্ম করেছেন সানি লিওন। গত বছর ৯ সেপ্টেম্বর মুম্বাইতে সানি লিওনের গানের শুটিং হয়।
শ্রাবন্তী ছাড়াও ছবিতে অভিনয় করছেন ভারতীয় অভিনেতা রজতাভ দত্ত, রাহুল দেব, বাংলাদেশের অমিত হাসান, সাদেক বাচ্চু প্রমুখ।
এই নিউজ মোট 345
বার পড়া হয়েছে