05:09pm  Tuesday, 18 Feb 2020 || 
   
শিরোনামআমার সন্তানরা উভয় ধর্মই পালন করে
২৬ জানুয়ারি ২০২০, ১২ মাঘ ১৪২৬, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪১জন্মসূত্রে শাহরুখ খান মুসলিম। কিন্তু যাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন তিনি গৌরি। এই গৌরি কিন্তু গৌরি হিন্দু। বিয়ের পরও নিজ ধর্মে অটল রয়েছেন তারা। ভালবেসে বিয়ে করলেও সেই ভালোবাসার টানে ধর্মান্তরিত হতে হয়নি কাওকে। বাড়ির অন্দরে তাই ইসলাম ও হিন্দু উভয় ধর্মই পালিত হয়।

শাহরুখ-গৌরি দম্পতি এখন তিন সন্তান। আরিয়ান, সুহানা এবং আব্রাম। বাবা-মা মুসলিম ও হিন্দু ধর্ম পালন করলেও তাদের সন্তানা কি ধরর্ম পালন করেন? শাহরুখভক্তদের এ প্রশ্ন দীর্ঘ দিনের।

সম্প্রতি এক রিয়েলিটি শো-তে এসে শাহরুখ সে বিষয়টিই জানালেন। শাহরুখ খান বলেন, ‘আমার স্ত্রী হিন্দু। আমি মুসলমান। কিন্তু আমার সন্তানেরা ভারতীয়। ওদের একটাই পরিচয়।’

তাহলে স্কুল-কলেজের বিভিন্ন ফর্মে ‘রিলিজিয়ন’ এর জায়গায় কী লেখেন ছেলেমেয়েরা? ওই রিয়েলিটি এ বিষয়য়টিও ক্লিয়ার করেন বলিউডের এ সুপারস্টার। নিজের বক্তব্যে তিনি বলেন, ‘ছোটবেলায় সুহানা আমায় একবার জিজ্ঞাসা করেছিল, ‘পাপা আমরা কোন ধর্মের?’ আমি ওদের বলি, আমরা ইন্ডিয়ান সুহানা। কোনও বিশেষ ধর্মের নয়। হতেও চাই না।’

শাহরুখের ওই কথা শোনার পরেই দর্শকাসনে হাততালির ঝড় ওঠে।


এই নিউজ মোট   87    বার পড়া হয়েছে


বলিউডবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.