05:11pm  Tuesday, 18 Feb 2020 || 
   
শিরোনামচ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্ ২০১৯ সম্মাননায় ভূষিত রফিকুল আলম ও ফকীর আলমগীর
শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২০, ১৮ মাঘ ১৪২৬, ৬ জমাদিউস সানি ১৪৪১বাংলা আধুনিক গানে অসামান্য অবদানের জন্য ১৪তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্ ২০১৯-এ, সম্মাননায় ভূষিত হয়েছেন রফিকুল আলম ও গণসঙ্গীতে ফকীর আলমগীর। গত ৩০ জানুয়ারি সিলেট হবিগঞ্জের দ্যা প্যালেসে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন আজাদ রহমান, গাজী মাজহুরুল আনোয়ার, সৈয়দ আব্দুল হাদী প্রমুখ।

এই আয়োজনে মোট ১৪টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার প্রদান করা হয়েছে। রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, কুমার বিশ্বজিৎ এর সঙ্গীত পরিবেশন ছাড়াও অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে একদল নৃত্যশিল্পী।

বাংলাদেশের গানের জগৎ যখন এক ক্রান্তিকাল অতিক্রম করছিল ঠিক সেই সময় দেশের সুস্থ ধারার সঙ্গীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় আয়োজন ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্-এর ক্যাটাগরিগুলো হলো- শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত, শ্রেষ্ঠ নজরুল সংগীত, শ্রেষ্ঠ লোক সংগীত, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও, শ্রেষ্ঠ কাভার ডিজাইন, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ আধুনিক গান, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ ছায়াছবির গান, শ্রেষ্ঠ উচ্চাঙ্গসঙ্গীত কন্ঠ এবং শ্রেষ্ঠ উচ্চাঙ্গসঙ্গীত যন্ত্র।

এই নিউজ মোট   74    বার পড়া হয়েছে


সংগীতবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.