07:34pm  Saturday, 06 Jun 2020 || 
   
শিরোনাম
 »  মসজিদের ইমামকে জুতার মালা পড়িয়ে ঘোরালেন ইউপি চেয়ারম্যান     »  করোনা রোগী না হলেও লাশ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করবে মুগদা জেনারেল হাসপাতাল      »  খুব দ্রুত নিয়োগ হবে ৩ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট      »  ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপ চালু করল বাংলাদেশ     »  উইকেটকিপার-ব্যাটসম্যান সেরাদের মধ্যে ৫-এ মুশফিক     »  শিবগঞ্জে বজ্রপাতে নারীর মৃত্যু     »  শিবগঞ্জে ৮১ হাজার অসহায় ও দু:স্থ পরিবার পেল করোনা ভাইরাস উপলক্ষে সহায়তা     »  সোনামসজিদ বন্দরে আমদানি-রপ্তানি শুরু     »  সমালোচনার মধ্যেও এলাকায় নিবেদিত সেরা ১০ জনপ্রতিনিধি     »  পুলিশি নিপীড়নে মৃত্যুতে যুক্তরাষ্ট্র বিক্ষোভে সমর্থন দিল ট্রাম্প কন্যা   জিএম কাদের গেলেও যাননি রওশন এরশাদ
১৫ ফেব্রুয়ারি ২০২০, ০২ ফাল্গুন ১৪২৬, ২০ জমাদিউস সানি ১৪৪১জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের শনিবার দুটি অনুষ্ঠানে দুইরকম ঘটনা ঘটেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩১ নম্বর ওয়ার্ডের (মোহাম্মদপুর) কাউন্সিলর হিসেবে পুনর্নির্বাচিত জাপার প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টুর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের এবং বিশেষ অতিথি হিসেবে জিএম কাদেরের থাকার কথা ছিল। বিকালের এই অনুষ্ঠানে জিএম কাদের উপস্থিত থাকলেও সেখানে যাননি রওশন।

এর আগে দুপুরে প্রয়াত এইচএম এরশাদকে নিয়ে লেখা একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে জিএম কাদেরের সঙ্গে অন্যদের পাশাপাশি বিএনপি নেতা গোলাম মাওলা রনি ও ২০ দল শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সেন্টুর সংবর্ধনা অনুষ্ঠানে জিএম কাদের ছাড়াও উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা ও প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতি।

‘অসুস্থতার কারণে রওশন আসতে পারেননি’ বলে অনুষ্ঠানে জানানো হলেও খোঁজ নিয়ে জানা গেছে, পদ-পদিব এবং কর্তৃত্ব ও নিয়ন্ত্রণের প্রশ্নে দলে চলমান অভ্যন্তরীণ বিবাদের জের ধরেই মোহাম্মদপুরে সেন্টুর সংবর্ধনায় যাননি জাপার প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন।

প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর জাপার কাউন্সিলের মাধ্যমে জিএম কাদেরকে চেয়ারম্যান এবং রওশনকে প্রধান পৃষ্ঠপোষক করার পর দলের কোনো অনুষ্ঠানেই এখন পর্যন্ত তাদের দুজনকে একত্রে দেখা যায়নি।


এই নিউজ মোট   267    বার পড়া হয়েছে


রাজনীতিবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.