12:03pm  Saturday, 30 May 2020 || 
   
শিরোনামগত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনায় ৬৮১ জনসহ মারা গেছেন ১৫৩৬২ জন
০৪ এপ্রিল ২০২০, শনিবার, ২১ চৈত্র ১৪২৬, ৯ শাবান ১৪৪১গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনায় ৬৮১ জনসহ মারা গেছেন ১৫৩৬২ জন, ৪৮০৫ জনসহ মোট আক্রান্ত ১২৪৬৩২জন, সুস্থ হয়েছেন ২০৯৯৬ জন।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ছয়শ ৮১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার তিনশ ৬২ জনে। ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ ইতালিতে প্রায় সবকিছু বন্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে।

চীনের পর করোনা সবচেয়ে ভয়াল থাবা বসিয়েছে ইতালিতে। এই মারণ ভাইরাসের কালো থাবায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশটি। প্রতিদিনই দেশটিতে শত শত মানুষ মারা যাচ্ছেন। আক্রান্তও হচ্ছেন হাজার হাজার মানুষ।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন চার হাজার আটশ পাঁচ জন। আর মোট আক্রান্তের সংখ্যাটি দাঁড়িয়েছে এক লাখ ২৪ হাজার ছয়শ ৩২ জনে। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই। ২০ হাজার নয়শ ৯৬ জন এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। শনিবার জানানো হয়, যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ৯৩ হাজার ছাড়িয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন সাত হাজার আটশ ৯৬ জন মানুষ। যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্র নিউইয়র্ক শহর। তবে নিউ অরলিন্স, শিকাগো ও ডেট্রয়েটে দ্রুত এই ভাইরাস ছড়িয়ে পড়ছে বলে সেসব অঞ্চলের মেয়ররা জানিয়েছেন।

লকডাউনের সুফল পেতে শুরু করেছে স্পেন


এই নিউজ মোট   204    বার পড়া হয়েছে


আন্তর্জাতিকবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.