10:36am  Saturday, 30 May 2020 || 
   
শিরোনামবিরামপুরে ‘করোনা’ উপসর্গ নিয়ে এক ব্যক্তি আইসোলেশনে
০৬ এপ্রিল ২০২০, সোমবার, ২২ চৈত্র ১৪২৬, ১০ শাবান ১৪৪১বিরামপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে শ্বাসকষ্ট, সর্দি, জ্বর, গলাব্যথা নিয়ে রফিকুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছেন।রফিকুল ইসলাম উপজেলার বিনাইল ইউনিয়নের কুন্দন গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

রবিবার রাতে রফিকুল ইসলাম বিরামপুর হাসপাতালে ভর্তি হন। সোমবার সকালে করোনাভাইরাস পরীক্ষার জন্য রফিকুলের নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন জানান, রফিকুল ইসলাম মুন্সীগঞ্জে কাজ করতেন। গত বিশ দিন আগে জ্বর-সর্দি নিয়ে বাড়িতে আসেন। এরপর  স্থানীয়ভাবে পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে থাকেন।

গত শনিবার থেকে শ্বাসকষ্ট দেখা দেয়। রবিবার শ্বসকষ্টসহ গলাব্যথা তীব্র হলে পরিবারের সদস্যরা রাতে রফিকুলকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। রফিকুলের করোনার উপসর্গ থাকায় দ্রুত আইসোলেশনে নেওয়া হয়।

মোঃ জাহিনুর ইসলাম, বিরামপুর, দিনাজপুর।

করোনাভাইরাসের ঝুকির পরিস্থিতিতে দিনাজপুরে উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোর বেহাল দশা


এই নিউজ মোট   177    বার পড়া হয়েছে


জাতীয়বিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.