11:46am  Thursday, 09 Jul 2020 || 
   
শিরোনাম
 »  ১০ জুলাই ২০২০, শুক্রবার চ্যানেল তে দেখতে পাবেন      »  ৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার চ্যানেল আইতে দেখতে পাবেন     »  কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নে মাতৃকালীন ভাতা প্রদান     »  নেত্রকোনায় নৌ-পথে অবাধে চলছে চাঁদাবাজী      »  ভোলাহাট এখন করোনা মুক্ত     »  মাতৃত্বকালীন ভাতা পেতে শিবগঞ্জে সহস্রাধীন আবেদনে সংসদ সদস্যের সুপারিশ     »  দিনাজপুরে করোবায় একজনের মৃত্যুঃ নতুন আক্রান্ত ৩৬ জন     »  দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারীদের মানববন্ধন     »  করোনায় মৃত মুক্তিযোদ্ধাকে দিনাজপুরে স্বাস্থ্যাবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন     »  বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকদের কঠোর কর্মসূচি’র আল্টিমেটাম   মোহনগঞ্জে গৃহবধুকে গলাটিপে হত্যার অভিযোগে আটক ৪
জুন ২০২০, শুক্রবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪২৭, ১৯ শাওয়াল ১৪৪১নেত্রকোনা প্রতিনিধি ঃ নেত্রকোনার মোহনগঞ্জে গৃহবধূ খুকু মণিকে (২০) গলা টিপে হত্যার অভিযোগে স্বামী মো. মোতাকাব্বীর, শশুর মো. রব্বানী, শাশুরী ফজিলত ও দেবর মোতাচ্ছিরকে বৃহস্পতিবার আটক করেছে পুলিশ।  নিহতের লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

অভিযোগে জানা গেছে, জেলার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের তেতুলিয়া বাঘাপাড়া গ্রামে খুকু মণির স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধারসহ অভিযুক্তদের আটক করা হয়। বুধবার রাত ২ টার দিকে ওই বাড়িতেই খুকু মণিকে গলাটিপে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার লাশ উদ্ধার করে এবং খুকু মণির স্বামী মো. মোতাকাব্বীর (২২), শশুর মো. রব্বানী, শাশুরী ফজিলত ও দেবর মোতাচ্ছিরকে আটক করে। এ ঘটনায় খুকু মণির বাবা তরিকুল ইসলাম বাদি হয়ে বৃহস্পতিবার মোহনগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মোহনগঞ্জ সার্কেল এএসপি সাইদুর রহমান রুবেল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় তিন বছর আগে তেতুলিয়া গ্রামের খুকু মণির বিয়ে হয় প্রতিবেশি মো. মোতাকাব্বীরের সঙ্গে। বিয়ের পর পোশাক শ্রমিক ওই দম্পত্তির মাঝে পারিবারিক কলহ চলছিল। সম্প্রতি এ কলহ আরও বেরে যায়। খুকু মণিকে তার স্বামী চাপ দিচ্ছিলেন ঢাকায় গার্মেন্টসে চাকরি করতে। খুকু মণির ইচ্ছে না থাকায় তিনি গামেন্টে যাচ্ছিলেন না বলেই এক পর্যায়ে আসামিরা তাকে গলাটিপে হত্যা করে। আসামিদের আদালতে ও ময়না তদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খলিলুর রহমান শেখ, নেত্রকোনা

দিনাজপুর জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতিসহ দু’জন গ্রেপ্তার


এই নিউজ মোট   52    বার পড়া হয়েছে


নারীবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.