11:15pm  Monday, 23 Nov 2020 || 
   
শিরোনামকালীগঞ্জে বালু নদী থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার
২৭ জুন ২০২০, শনিবার, ১৩ আষাঢ় ১৪২৭, ৫ জিলকদ ১৪৪১বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে বালু নদী থেকে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা এলাকা সংলগ্ন বালু নদী থেকে পুলিশ অজ্ঞাত ওই যুবতীর লাশটি উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক ও ওসি(তদন্ত) মো. মুজাহিদুল ইসলাম জানান, নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থনায় খবর দেয় ।খবর পেয়ে কালীগঞ্জ থানার ওসি একে এমমিজানুল হক, ওসি (তদন্ত )মুজাহিদুল ইসলাম উলুখোলা ফাড়িঁরইনচার্জ মো. বাছেদ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। পরে বালু নদী থেকে অজ্ঞাত ওই যুবতীর লাশ উদ্ধার করে লাশেরময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলকলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওই নিহত ওই যুবতীর বয়স আনুমানিক ২৫ বছর। তার পরনে লাল রংয়ের কামীছ ও কালো ছেলোয়ার ছিল । পুলিশের ধারণা সে মানুষিক রোগী ছিল। তবে ৪-৫দিন পূর্বে নদীতে পড়ে সে মারা যায়। তার শরীরে আঘাতে কোনো চিহ্ন নেই। তবে তার গলায় ও কোমরে একাধিক তাবিঁজ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ দুইদিন যাবত নদীতে লাশটি ভাসতে দেখে উলুখোলা পুলিশ ফাড়িঁর ইনচার্জ মো. বাছেদ মিয়াকে অবগত
করলেও তিনি কোনো কর্ণপাত করেন নি। পরে বিষয়টি কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হককে জানালে দ্রুত ঘটনাস্থলে

আসেন।

এ বিষয়ে উলুখোলা পুলিশ ফাড়িঁর ইনচার্জ মো. বাছেদ মিয়াকে বার বার ফোন করে এবং ফাড়িঁতে গিয়ে নিহতের তথ্য জানতে
চাইলে তিনি রহস্য কারণে তথ্য দিতে নানা তালবাহানা করেন।

মোঃ আরিফ হোসেন,  কালীগঞ্জ, গাজীপুর

মেয়েকে অশ্লীল কটুক্তির প্রতিবাদ করায় ঝালকাঠিতে মা ও খালাকে কুপিয়ে জখম


এই নিউজ মোট   265    বার পড়া হয়েছে


নারী অন্যান্যবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.