লোভাছড়া পাথর কোয়ারীর ব্যবসায়ী ও শ্রমিকদের ভাগ্য কি খুলবে?
৩০ আগস্ট ২০২০, রববার, ১৫ ভাদ্র ১৪২৭, ১০ মহররম ১৪৪২
সিলেট ব্যুরো প্রধান ঃ সিলেটের অচল ও স্থবির পাথর কোয়ারি পরিদর্শনে আসেন মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংষ্কার বিভাগের সচিব মোহাম্মদ কামাল হোসেন। আজ রোববার সচিব কানাইঘাটের লোভা কোয়ারি পরিদর্শন করেন। সকাল ১১টায় লোভা কোয়ারি পরিদর্শনকালে পাথর শ্রমিকরা চারদিকে নৌকার বেষ্টনি দিয়ে সচিবকে অভ্যর্থনা জানায়। দীর্ঘদিন পাথর কোয়ারি বন্ধ থাকায় শ্রমিকরা তাদের দুঃখ দুর্দশনার কথা বলেন। ওই এলাকার পাথর ব্যবসায়ীরাও তাদের লোকসানের কথা বলেন। মন্ত্রী পরিষদ সচিব পাথর শ্রমিকদের সব দাবি শুনেন এবং শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে বিকেলে সার্কিট হাউজে পাথর ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করার আশ্বস্থ প্রদান করেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময়ে চলতি বছরের ১৩ এপ্রিল লোভাছড়া পাথর কোয়ারীর লীজের মেয়াদ শেষ হয়। সড়ক যোগাযোগের ব্যবস্থা না থাকায় নৌযান চলাচলের সীমাবদ্ধতা ও শ্রমিক সংকটের কারণে লীজের মেয়াদকালীন সময়ে কোয়ারী থেকে নৌপথে পাথর পরিবহন করতে পারেননি ব্যবসায়ীরা। এমতাবস্থায় গত ১৫ জুলাই পরিবেশ অধিদপ্তর লোভানদীর দু’তীরে ব্যবসায়ীদের মজুদকৃত এক কোটি ঘনফুট পাথর জব্দ করে তিন দফা নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু সর্বশেষ গত ১২ আগষ্ট শেষ দফায় নিলাম বিজ্ঞপ্তির নিলামের তারিখ ধার্য্য থাকার পরও এ ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি। ব্যবসায়ীদের খরিদকৃত পাথর পরিবেশ অধিদপ্তর জব্দ করায় কোয়ারীর ৫জন ব্যবসায়ী মহামান্য হাইকোর্টে ৫টি রীট মামলা করেন। এরমধ্যে ভিসি রীট পিটিশন নং-১০৩১/২০ ও ১০৫০/২০, ১০৫৫/২০ মামলায় ২৮ জুলাই ৩০ দিনের মধ্যে পাথর সরিয়ে নেওয়ার অনুমতি দিলেও সিলেটের নির্বাহী প্রশাসন পাথরগুলো সরবরাহ করতে বাধা প্রদান করে। এভাবে তামিল ছাড়াই এই তিন রীটের মেয়াদ শেষ হয়। এখন ভিসি রীট পিটিশন মামলা নং-৫১/২০ ও ৮২/২০ মামলার আদেশের মেয়াদও শেষ হওয়ার পথে। এ অবস্থায় ব্যবসায়ীরা মামলার সার্টিফাই আদেশ ও মালিকানার কাগজসহ সিলেটের জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও কানাইঘাট ইউএনও অফিসে বার বার ধরনা দিয়েও তা গ্রহণ করে সমাধান দিচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা। এমতাবস্থায় সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোহাম্মদ কামাল হোসেন লোভাছড়া পাথর কোয়ারী পরিদর্শন করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা নদীতে শত শত নৌকার মধ্যে অবস্থান করে আবার অনেকে নদীর দু’তীরে দাঁড়িয়ে সচিবকে স্বাগত জানান এবং তাদের সমস্যার কথাগুলো তুলে ধরেন। বিকেলে সার্কিট হাউজে এ বিষয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করবেন জানিয়ে সিলেটের উদ্দেশ্যে ফিরে আসেন সচিব।
কাওছার আহমদ, সিলেট ব্যুরো
সাংবাদিক মোক্তারকে অপহরন ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
এই নিউজ মোট 277
বার পড়া হয়েছে