09:39pm  Sunday, 27 Sep 2020 || 
   
শিরোনাম
 »  খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে কার্যকর সমন্বিত প্রকল্প গ্রহণের নির্দেশ      »  আমাদের বৈদেশিক নীতি ‘সকলের সাথে বন্ধুত্ব, কারও প্রতি বিদ্বেষ নয়’।     »  এমসি কলেজের গণধর্ষণের অন্যতম আসামি সাইফুর ও অর্জুন গ্রেফতার     »  আগেও এমন অপকর্ম-জঘন্য অপরাধ করেছে ছাত্রলীগ     »  এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় সরকারের অবস্থান অত্যন্ত কঠোর     »  শেখ হাসিনার জম্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানাল ভারত ও চীন     »  এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণে জড়িত ২ জন ফেসবুকে যা লিখলেন     »  দেশে ৩২ জনসহ করোনায় মৃত্যু ৫১৬১ জন, শনাক্ত ১২৭৫ জনসহ আক্রান্ত ৩৫৯১৪৮ জন     »  প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের প্রস্তুতি সভা      »  ২৭ সেপ্টেম্বর; আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা   দিনাজপুরে পিসিআর-আরটি মেশিন বিকল, ৪ জেলার করোনা পরীক্ষা আপাততঃ বন্ধ !
৩ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ১৮ ভাদ্র ১৪২৭, ১৩ মহররম ১৪৪২বিশেষ প্রতিবেদক, দিনাজপুর থেকেঃবিকল হয়ে গেছে,দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর-আরটি ল্যাব মেশিন। এর ফলে করোনা পরীক্ষা এবং ফলাফল আপাততঃ বন্ধ থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন,   দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস।  শুরু দিনাজপুর জেলা নয়,এই একই অবস্থা দাঁড়িয়েছে, ঠাকুরগাঁও নীলফামারী এবং পঞ্চগড় জেলারও। ৪ জেলার করোনা পরীক্ষা হয় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এর পিসিআর ল্যাবে। ল্যাবটিতে যান্ত্রিক গলোযোগের কারণে আজ বৃহস্পতিবার ৪ জেলার করোনা নমুনা পরীক্ষায় সবগুলো পজিটিভ রিপোর্ট এসেছে। তাই,করোনা পরীক্ষা এবং ফলাফল প্রদান সাময়িক ভাবে স্থগিত করেছে,সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই  ল্যাবে প্রতিদিন ১৮০টি নমুনা পরীক্ষার ফলাফল প্রদানের সক্ষমতা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।   দিনাজপুরে এখন পর্যন্ত সংগ্রহকৃত ১৬ হাজার ৮' শ ৮৪ টি নমুনা পরীক্ষা করে  করোনা শনাক্ত হ‌য়েছে ৩ হাজার ১'শ ৬৭ টি। কো‌ভিট-১৯ আক্রান্ত হয়ে দিনাজপু‌রে এ পর্যন্ত মারা গেছে  ৬৩ জন। অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে জেলায় আরও মারা গেছে ৫৩ জন।
দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা.আব্দুল কুদ্দুস জানিয়েছেন, পিসিআর মেশিনটি ঠিক হতে কমপক্ষে ৫/৬ দিন সময় লাগবে। তাই, এ সময়ে সাময়িক বন্ধ থাকবে, করোনা পরীক্ষা এবং ফলাফল প্রদান কাজ।            

 শাহ আলম শাহী, দিনাজপুর থেকে।

গোবিন্দগঞ্জের শিশু রাফসান সানি হত্যার দায়ে তিন আসামীর যাবজ্জীবন কারাদন্ড


এই নিউজ মোট   211    বার পড়া হয়েছে


স্বাস্থ্য কথাবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.