10:18pm  Monday, 23 Nov 2020 || 
   
শিরোনামবাগেরহাটে মোরেলগঞ্জে শিশু নির্যাতনের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
৫ আগস্ট ২০২০, শনিবার, ২০ ভাদ্র ১৪২৭, ১৫ মহররম ১৪৪২বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর পুটিখালী দাখিল মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র রসুল হাওলাদার (১১)কে শারীরিক নির্যাতনে অভিযোগে ইউপি সদস্য মহসিন খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রসুল হাওলাদারের ফুফু রাহিলা বেগম বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১০, তারিখ-৫.৯.২০২০।

অভিযোগে জানা গেছে, ঘটনার দিন শনিবার দুপুরে ফুটবল খেলা শেষে রসুল ও তার দুই বন্ধু পুটিখালী গ্রামের জনৈক ওবায়দুল খানের ঘেরে গোসল করতে নামে। এসময় তার চাচাতো ভাই ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মহাসিন খান ক্ষিপ্ত হয়ে মাছ চুরির অভিযোগে রসুলকে বেধড়ক মারপিট করে। মারপিটে আহত রসুলকে মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফুফু রাহিলা বেগম জানান, মেম্বরের মারপিটে রসুুলের এক হাত ভেঙ্গে গেছে। আহত রসুল হাওলাদার উত্তর পুটিখালী গ্রামের বাদশা হাওলাদারের ছেলে। পিতা-মাতা দুজনে খুলনায় বসবাস করার কারণে রসুল তার দাদা হোসেন হাওলাদারের বাড়িতে বসবাস করে।এ ব্যাপারে ইউপি সদস্য মো. মহাসিন খানের সঙ্গে একাধিবার মোবাইল ফোনে চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, রাতে মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। শেখ সাইফুল ইসলাম কবির

শিবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত


এই নিউজ মোট   114    বার পড়া হয়েছে


শিশু নির্যাতনবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.