মান্দায় পাঁচির ঝাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৩
১৩ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ২৮ আশ্বিন ১৪২৭, ২৩ সফর ১৪৪২
নওগাঁ জেলা স্টাফ রিপোর্টারঃ- নওগাঁর মান্দায় পুর্ব শত্রুতার জের ধরে পাঁচির ছাওয়াকে কেন্দ্র করে বিরোধে প্রতিপক্ষের হামলার মারপিটে মহিলাসহ ৩ জন আহত হয়েছে বলে যানাগেছে।
স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার তৈতুঁলিয়া ইউনিয়নের তৈতুঁলিয়া পুর্ব প্রাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। হামলায় আহতরা হলেন, তৈতুঁলিয়া পুর্ব পাড়া গ্রামের মিলন হোসেন (৩০) পিতা, নুরমোহাম্মাদ (৭০) ও মা জামেনা বিবি (৫৫) এদের মধ্যে মিলন হোসেন গুরুতর আহত। স্থানীয়রা ও ভুক্তভুগি নুরমোহাম্মাদ জানান, উপজেলার তৈতুঁলিয়া পুর্ব পাড়া গ্রামের নুরমোহাম্মাদের সাথে প্রতিবেশি সুলতান ইসলাম গংদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স¤প্রতি গত সোমবারে পাঁছির ছাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের সুলতান ইসলাম,সাইদুর হোসেন, তহিদুল হোসেন সহ অন্যরা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে মিলন হোসেন,নুরমোহাম্মাদ ও জামেনার পর হামলা করে। তাদেরকে বাঁচাতে এগিয়ে আসলে স্থানীয় কয়েক জন আহত হয়।
এব্যাপারে অভিযুক্ত সুলতান ইসলাম,সাইদুর হোসেন জানান, মিলন হোসেন ও নুরমোহাম্মাদ জোর করে পাঁচির ছেতে গেলে আমরা বাধা দিলে কথাকাটাকাটির এক পর্যায়ে এই মারপিটের ঘটনা ঘটে।
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান সরকার জানান, বিষয়টি অবহিত নই। তবে এ ঘটনায় এজাহার পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
মোঃ- হাবিবুর রহমান, নওগাঁ
ফাঁসি নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠা করুন- সরকারকে জাফরুল্লাহ
এই নিউজ মোট 348
বার পড়া হয়েছে