দিনাজপুর থেকে বাংলাবান্ধা জিরো পয়েন্টে পায়ে হেঁটে ভ্রমন
১৪ নভেম্বর ২০২০, শনিবার, ৩০ কার্তিক ১৪২৭, ২৭ রবিউল আউয়াল ১৪৪২
বিশেষ প্রতিবেদক, দিনাজপুর থেকেঃ মাদক ও ধর্ষন মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে দিনাজপুর জিরো পয়েন্ট থেকে পায়ে হেঁটে পঞ্চগড় জেলার বাংলাবান্ধা জিরো পয়েন্ট পর্যন্ত পরিভ্রমনে বের হয়েছেন রোভার স্কাউটস-এর তিনজন কলেজ শিক্ষার্থী।
দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের জিরো পয়েন্ট থেকে আজ শনিবার সকাল ৭টায় বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর জেলা রোভারের আয়োজনে ১৫০ কিলোমিটারের যাত্রা শুরু করে তারা।রোভার স্কাউটস-এর তিনজন শিক্ষার্থী হলেন, দিনাজপুর সরকারি কলেজের রাব্বি হোসেন, আদর্শ মহাবিদ্যালয়ের শাহাদাত মজুমদার ও বীরগঞ্জ সরকারী কলেজের শিক্ষার্থী তানভীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা রোভার স্কাউট লিডার ও বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক রুমানা ফারজানা,সরকারি কলেজের অধ্যাপক এ.কে.এম আল আব্দুল্লাহ্, আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষক জাহিদুর রহমানসহ অন্যরা।
শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকে।
এবার জাতীয় পার্টিতে যোগ দিলেন শতাধিক নারী উদ্যোক্তা
এই নিউজ মোট 10427
বার পড়া হয়েছে