11:27pm  Tuesday, 24 Nov 2020 || 
   
শিরোনামআইসিসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর মিরপুরে ফিরেই মারদাঙ্গা সাকিব
১৫ নভেম্বর ২০২০, রবিবার, ১ অগ্রহায়ণ ১৪২৭, ২৮ রবিউল আউয়াল ১৪৪২ক্রীড়া প্রতিবেদক: সাকিব আল হাসান মাঠে এসেছেন-আজকাল এই খবর ছড়িয়ে পড়লেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের ব্যস্ততা বেড়ে যায়। টিভি সাংবাদিকেরা ফুটেজ নিতে ব্যস্ত হয়ে পড়েন, আলোকচিত্রীদের ব্যস্ততা সাকিবকে ক্যামেরাবন্দী করার। আজ এসবের কিছুই দেখা গেল না। কোনো হইচই ছাড়াই এক বছরের বেশি সময় পর মিরপুরে সাকিব পুরোদমে অনুশীলন করে গেলেন। সঙ্গে ছিলেন প্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এমন দৃশ্য কত দিন পর দেখা গেল মিরপুর স্টেডিয়ামে!

আইসিসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আজই প্রথম মিরপুরে ব্যাটিং-বোলিং অনুশীলন করলেন সাকিব। এক নেটে তিনি, পাশেই আরেক অভিজ্ঞ মুশফিকুর রহিম। দুই অভিজ্ঞ পেসার আল আমিন, শফিউল ইসলাম ছিলেন সাকিবের নেটে। তরুণ হাসান মাহমুদ, মেহেদী হাসান রানাও বল করেছেন তাঁকে। সামনে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ, জেমকন খুলনার হয়ে সাকিব ফিরবেন ক্রিকেটে। আজ অনুশীলনে তাই টি-টোয়েন্টির ব্যাটিংটাই ঝালাই করেছেন তিনি।

পুরো নেট সেশনেই পেসারদের বিপক্ষে আক্রমণাত্মক সাকিবকে দেখা গেল। প্রচুর লফটেড ড্রাইভে নেটের এই প্রান্তে থাকা বোলারদের এলোমেলো করেছেন। প্রিয় কাট শটগুলোর ধার একটুও কমেনি। ফুল লেংথের বলগুলো মিড অন, মিড অফে ড্রাইভ করেছেন প্রচণ্ড জোরে। হাই এলবো, দারুণ ওয়েট ট্রান্সফার, সঠিক মাথার অবস্থান-সবই সাহায্য করেছে আল আমিন-হাসানদের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করতে। সাকিব হয়তো নিজেও অবাক হয়েছেন নিজের ব্যাটিং ছন্দে!

নেটের এ প্রান্তে দাঁড়িয়ে সবটাই দেখছিলেন কোচ সালাউদ্দিন। পেসারদের গতিময় বোলিংয়ে সাকিবকে সাবলীল মনে হচ্ছিল। কিন্তু গতির বৈচিত্র্যে ওতটা নয়। প্রায় ৪০ মিনিট ব্যাটিংয়ের পর কিছুক্ষণ বিরতি নিয়ে কোচের সঙ্গে বসে মনে হয় এই বিষয়েই সলাপরামর্শ করলেন। সালাউদ্দিন দেখিয়ে দিচ্ছিলেন পেসারদের রিলিজ পয়েন্ট, সাকিব মনোযোগী ছাত্রের মতো শুনছিলেন কোচের কথা। বোলারদের কম গতির বলগুলো যেন হাত থেকেই পড়তে পারেন সাকিব, সেই পন্থাই হয়তো সালাউদ্দিন মনে করিয়ে দিচ্ছিলেন সাকিবকে।

কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সাকিব আবার ব্যাটিংয়ে নামেন ৪০ মিনিটের জন্য। পেসাররা তখন বোলিং করছিলেন ম্যাচের ডেথ ওভারের পরিস্থিতি কল্পনা করে। সাকিবের ব্যাটিংও ছিল সে রকম। ব্যাট থেকে স্কুপ শটগুলো বেরিয়ে আসছিল তখন। শফিউলরা কাল্পনিক ফিল্ডিং সাজিয়ে বোলিং করছিলেন। শেষের দিকে বেশ কয়েকবার আউট হন সাকিব। খেলেন বেশ কিছু দৃষ্টিনন্দন শটও।

দিনের অনুশীলনের শেষটা অবশ্য বোলিং করে। ইনডোর ছাড়ার আগে ফাঁকা উইকেটে কিছুক্ষণ জায়গায় দাঁড়িয়েই বোলিংও করে গেলেন সাকিব।

১০ ডিসেম্বর শমী কায়সারের বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবেদন


এই নিউজ মোট   171    বার পড়া হয়েছে


খেলাধুলাবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.