বঙ্গবন্ধুর ছোট ভাই শহীদ আবু নাছেরের স্ত্রী, শেখ হাসিনার চাচি ও শেখ হেলালের ‘মা’ শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আযোজন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ।
রবিবার বিকেলে রাজধানির তেজগাঁয়ে অবস্থিত নভো টাওয়ারে শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ সাইফুল রহমান ছোটন।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ আবু নাসের, শেখ রাজিয়া নাসের এবঙ শেখ পরিবারের উপর স্মৃতিচারন করে বক্তব্য রাখেন আহমেদ সাইফুল রহমান ছোটন-প্রতিষ্ঠাতা সভাপতি-বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলী, বীর মুক্তিযুদ্ধা মোঃ নুরুল ইসলাম মোল্লা- সভাপতি-বাংলাদেশ মুক্তিযুদ্ধলীগ, অধ্যক্ষ্য আলমগীর কবীর মিলন-সাধারন সম্পাদক-বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ, মোঃ মোস্তফা-সাবেক ছাত্রনেতা, অধ্যক্ষ্য ড. দুলাল হোসেন-বাংলাদেশ মুক্তিযুদ্ধলীগ প্রমুখ।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ আবু নাসের, শেখ রাজিয়া নাসের এবং মুক্তিযুদ্ধে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ সাইফুল রহমান ছোটন।