করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক না পরলে জরিমানা বাড়ছে
২৩ নভেম্বর ২০২০, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪২৭, ৬ জমাদিউস সানি ১৪৪২
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবার মাস্ক পরা নিশ্চিত করতে আরো কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এজন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানো হবে। পাশাপাশি আরও কিছু শক্ত পদক্ষেপ নেওয়া হবে।
সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে অনির্ধারিত আলোচনায় মাস্ক পরার বিষয়টি উঠে আসে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিভাগীয় কমিশনররা জানিয়েছেন গত সাতদিন ধরে তারা বড় ধরনের জরিমানা করছেন। গতকালও কয়েক হাজার লোককে জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, এই পরিস্থিতি আরও এক সপ্তাহ দেখা হবে। এরপর আরও শক্ত অবস্থান নেওয়া হবে।
শক্ত অবস্থানটি কী হবে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, 'জরিমানা ৫০০ বা ১ হাজারের জায়গায় ৫ হাজার টাকা হতে পারে, দেখা যাক। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় বেশি করে মাস্ক সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে।'
মাস্ক পরা নিশ্চিত করতে ঢাকায় রোববার ৩৭টি জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।
সুরক্ষা দিতে পারে অক্সফোর্ডের টিকা ৭০ শতাংশ
এই নিউজ মোট 58
বার পড়া হয়েছে