গোবিন্দগঞ্জে রুপা মৃত্যুর ঘটনাটি দফারফা
কর্মসূচি পালন ৬ ডিসেম্বর ২০২০, রবিবার, ২২ অগ্রহায়ণ ১৪২৭, ১9 জমাদিউস সানি ১৪৪২
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল শনিবার গাছের গুড়িরর চাপায় নিহত শিশু রুপা খাতুন (৭) ঘটনাটি রাতেই দফারফা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন কারি পুকুর মালিকদের পক্ষে সাবু মিয়া মুঠো ফোনে জানায় রুপার পিতা রনজু মিয়া ও তার স্বজনদের সাথে বৈঠকে করে ঘটনাটি মিমাংশা করা হয়েছে। নিহত রুপার কুলখানি সহ ধর্মীয় আচার অনুষ্ঠানের সব ব্যায়ের দায়িত্ব নেওয়া হয়েছে। এছাড়াও প্রশাসন ও স্থানীয় সংবাদিকদের অর্থ দিয়ে মিটানো হয়েছে।
উল্লেখ্য উপজেলার কামারদহ ইউনিয়নের ভাগ গোপাল শেরপুর গ্রামের বাচ্চু মিয়ার পুকুরের বালু উত্তোলন করে আসছিলেন কোচাশহরের বাবু মিয়া। ওই দিন বাবু মিয়ার শ্রমিক বালু উত্তোলন স্থালে একটি গাছের গুড়ি ফেলে দিলে সেই গুড়ি চাপা পড়ে রুপা ঘটনাস্থলেই মারা যায়। সে ওই গ্রামের রনজু মিয়ার কন্যা।
যানাযায়,দীর্ঘদিন ধরে ওই গ্রামের সাবু মিয়ার পুকুরে পাশর্^বর্তী কোচাশহর গ্রামের বাবু মিয়া শ্যাল মেশিন দিয়ে বালু তুলে আসছিল। দুপুরে মেশিনের পাশে একটি গাছের গুড়ি ফেলার সময় রুপা সেই গুড়ির নীচে চাপা পড়ে গুরুতর হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ ব্যপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কেএম মেহেদী হাসান জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তদন্ত করছে। অভিযোগ পেলে আ্ইনগত ব্যবস্থা নেয়া হবে।
ফারুক হোসেন, গাইবান্ধা
ঠাকুরগাঁওয়ে বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন
এই নিউজ মোট 113
বার পড়া হয়েছে