পরিত্যক্ত অবস্থায় বাজারের ব্যাগে মৃত নবজাতক
২৬ ডিসেম্বর ২০২০, শনিবার, ১২ পৌষ ১৪২৭, ৯ রবিউল আউয়াল ১৪৪২
মৌলভীবাজারের কমলগঞ্জে ধান ক্ষেত থেকে বাজার ব্যাগে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার আলীনগর ইউনিয়নের ছলিমবাজার এলাকার থেকে নবজাতকটির মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, ছলিম বাজার সংলগ্ন এলাকায় ধানি জমির মধ্যে একটি কুকুর রক্তমাখা একটি বাজার ব্যাগ টানাটানি করছিল। এক পর্যায়ে স্থানীয় শিশুরা খেলতে এসে দেখতে পেয়ে চিৎকার দিলে লোকজন জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, এবিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
২২ পরিদর্শক বদলি ডিএমপির
এই নিউজ মোট 64
বার পড়া হয়েছে