08:18pm  Thursday, 21 Jan 2021 || 
   
শিরোনামকোনো রোহিঙ্গাকে জোর করে ভাসানচরে পাঠানো হয়নি
৩০ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪২৭, ১৩ রবিউল আউয়াল ১৪৪২রোহিঙ্গাদের কাউকেই জোর করে ভাসানচরে পাঠানো হয়নি। সেখানে যারা গেছেন, তাদের সবাই স্বেচ্ছায় গেছেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়। এরপর ২৯ ডিসেম্বর ১ হাজার ৮০৪ জনকে পাঠানো হয়েছে। তাদের কাউকে জোর করে বা আর্থিক প্রলোভন দেখিয়ে ভাসানচরে পাঠানো হয়নি। আর যারা সেখানে গেছেন, তাদের জোর করার কোনো প্রশ্নই ওঠে না।

এতে আরও বলা হয়, ৩০ বছরের পুরোনো ভাসানচর পুরোপুরি সুরক্ষিত। ঘূর্ণিঝড় আম্পানের সময়ও এ দ্বীপে কোনো ক্ষতি হয়নি। এখানে আবাসন, সুপেয় পানি, চিকিৎসাসহ নানা ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পলাতকদের বক্তব্য প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা
এই নিউজ মোট   76    বার পড়া হয়েছে


হ্যালোআড্ডাবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.