মোরেলগঞ্জে পৌর নির্বাচনে মেয়র, কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা
৩১ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪২৭, ১৪ রবিউল আউয়াল ১৪৪২
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষদিন আজ বৃহস্পতিবার মেয়র পদে ৩ জন ও কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত পার্থী বর্তমান মেয়র এসএম মনিরুল হক তালুকদার আজ বিকেল ৪টার দিকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন মিলন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ জব্বার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
৯টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ পদে ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তৃতীয় ধাপের তফসিল অনুয়ায়ী আগামি ৩০ জানুয়ারি এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট
দেশপ্রেমে সুসংহত করার জন্য আমাদেরকে বঙ্গবন্ধুর চর্চা করতে হবে
এই নিউজ মোট 964
বার পড়া হয়েছে