শিবগঞ্জের সব খবর
৭ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪২৭, ২১ রবিউল আউয়াল ১৪৪২
শিবগঞ্জ পৌর মেয়র পদে মনোনয়ন ফরম তুললেন রাজিনশিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:আগামী ১৪ ফেব্রয়ারী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা মেয়র পদে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বর্তমান মেয়র কারিবুল হক রাজিন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি-৩ এর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক এ কে এম মুক্তাদির রহমান শিমুল, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ পৌরসভার প্রবীণ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় কারিবুল হক রাজিন জানান, পৌর এলাকায় মাদক, সন্ত্রাস ও অবৈধ কর্মকান্ড নির্মূল করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন পৌর নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হতে চাই। দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি তৃণমূলের জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন দেয়া হয়, তাহলে আমিই আওয়ামী লীগের মনোনয়ন পাবো। উল্লেখ্য, ৩রা জানুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারী চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচন উপলক্ষে শিবগঞ্জসহ ৫৬টি পৌরসভার নাম ঘোষণা করা হয়।
শিবগঞ্জে আ.লীগের মনোনয়ন প্রত্যাশির উঠান বৈঠক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কামাল উদ্দীন গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। বৃহস্পতিবার বিকেলে নৌকার পক্ষে ভোট চেয়ে মোবারকপুর ইউনিয়নের কান্তিনগর, বটতলাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। পরে বটতলায় উঠান বৈঠকের আয়োজন করা হয়। রইশুদ্দিনের সভাপতিত্বে ও সোহেল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী কামাল উদ্দীন, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি মহসীন আলী, মোসা. জৈগন বেগম এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসবাকুল ইসলামসহ অন্যরা। এ সময় কামাল উদ্দিন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে ইউনিয়ন থেকে মাদক, জঙ্গি ও সন্ত্রাস মুক্ত করতে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকায় ভোট দেয়ার অনুরোধ করেন। এছাড়াও উঠান বৈঠকে বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষেরা অংশ নেয়।
মোহা: সফিকুল ইসলাম, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
সকল ধরনের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আইনশৃঙ্খলা বাহিনী
এই নিউজ মোট 312
বার পড়া হয়েছে