১ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা ঘোষণা যুক্তরাষ্ট্রে
১০ জানুয়ারি ২০২১, রবিবার, ২৭ পৌষ ১৪২৭, ২৪ রবিউল আউয়াল ১৪৪২
অর্থনীতিতে স্বস্তি আনতে শপথ নেওয়ার আগেই ১ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা ঘোষণা করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী সপ্তাহেই বিস্তারিত জানানো হবে প্রণোদনা পরিকল্পনার বিষয়ে।
করোনা মহামারির কারণে গত বছরের ডিসেম্বরেও টানা ৮ মাসের মতো দেশটিতে লাখো মানুষ বেকার হয়েছেন। বন্ধ হয়ে গেছে রেস্টুরেন্টসহ অনেক ব্যবসা।
সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, নির্বাচনী প্রচারণা অনুযায়ী, ন্যূনতম মজুরি ১৫ ডলার করার পরিকল্পনা করছেন নবনির্বাচিত প্রেসিডেন জো বাইডেন, সঙ্গে বেকার এবং তাদের পরিবারকে ২ হাজার ডলার করে ভাতা দেবেন বাইডেন।
বাইডেন মনে করেন, রিপাবলিকানদের নির্ধারিত ৬০০ ডলার দিয়ে মহামারির সময় কিছুই হয় না। কারণ মার্কিনিদের থাকার জায়গা, খাবার, বিদ্যুৎ, পানির সরবরাহ নিশ্চিত করতে হবে। বাইডেন জানান, তাদেরও সাহায্য করা হবে, যাদের চাকরি নেই, বাড়ি ভাড়া দিতে পারছেন না। সাংবাদিকদের তিনি বলেন, ক্ষতি বাড়ার আগে দ্রুতই প্রণোদনার সিদ্ধান্ত নিতে হবে।
শেখ হাসিনা কাছে সার্বভৌমত্ব ও জাতির সম্পদ নিরাপদ
এই নিউজ মোট 126
বার পড়া হয়েছে