কাঠালিয়ায় শত বছরের পুরানো ব্রিজ পূর্ন নির্মানের দাবিতে মানববন্ধন
১২ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪২৭, ২৬ রবিউল আউয়াল ১৪৪২
ঝালকাঠির কাঁঠালিয়ায়, সামাজিক আন্দোলন কাঠালিয়ার উদ্যোগে গতকাল সোমবার ১১ জানুয়ারী সকাল ১০ টায়, পুরানো লোহার ব্রিজ পূর্ন নির্মান দাবীতে,ব্রিজ সংলগ্ন স্টেশন রোড এলাকায় মানব বন্ধন করা হয়।
দেখা গেছে শত বছরের এই পুরানো লোহার ব্রিজটি দীর্ঘ দিন ধরে জ্বড়াজীর্ন ও ঝুকিপূর্ন হওয়ায় মানুষের চলাচল অনুপোযোগী হয়ে পরেছে। তাই এই ব্রিজ টিকে দ্রুত নির্মানের দাবীতে এ মানববন্ধন করা হয়। এতে এলাকার সর্বস্তরের গন্যমান্য ব্যক্তিরা সহ সকল শ্রেনী পেশার মানুষ অংশ নেন এ মানব বন্ধনে।
এখানে বক্তব্য রাখেন সামাজিক আন্দলন কাঠালিয়া,এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. তুহিন সিকদার, প্রতিষ্ঠানের উপদেষ্টা,খন্দকার মোস্তফা কামাল, উপদেষ্টা নাসিম মিরবহর, সাধারন সম্পাদক ইসরাফিল তালুকদার শুভ, স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন মো.নজরুল ইসলাম পঞ্চায়েত, মো.মিতু পঞ্চায়েত, মো. সফিক জমাদ্দার সহ অনেকে।
মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন এবং কাঠালিয়া প্রেসক্লাবে স্মারক লিপির চিঠি প্রেরন করেন সামাজিক আন্দলন কাঠালিয়া।
মোঃ রাজিব তালুকদার নিজস্ব প্রতিবেদক
জনদূর্ভোগ : ময়মনসিংহের ত্রিশাল কুড়াগাছা রাস্তার বেহাল দশা
চ্যানেল আই অনুষ্ঠান বুধবার ১৩ জানুয়ারি ২০২০ দেখবেন
এই নিউজ মোট 712
বার পড়া হয়েছে