07:20pm  Saturday, 21 Sep 2019 || 
   
শিরোনামহলিউডে 'ওয়ারিয়র কুইন অব ঝাঁসি'কঙ্গনা রানাওত অভিনীত 'মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি' ছবিটি দর্শকনন্দিত হয়েছিল। এবার সে ছবির আদলেই হলিউডে নির্মিত হচ্ছে ছবি। নাম রাখা হয়েছে 'ওয়ারিয়র কুইন অব ঝাঁসি'।

হলিউডের রিমেকে লক্ষ্‌মীবাঈ এর চরিত্রে অভিনয় করেছেন দেবিকা বিসে। সম্প্রতি ছবিটির টিজার প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গিয়ে ধ্বংসাত্বক রুপে দেবিকাও লক্ষ্‌মীবাঈ চরিত্রটি বেশ ভালো ভাবেই পর্দায় ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন।

ছবিটি পরিচালনা করেছেন দেবিকার মা স্বাতী বিসে। এতে আরও অভিনয় করেছেন রুপার্ট এভারেট, বেন ল্যাম্ব, ডেরেক জ্যাকোবি, যতীন কারেকর, মিলিন্দ গুণাজি প্রমুখ।

গল্পে দেখা যায়, ভারতের বেনারসের মণিকর্ণিকা ঘাটে সদ্যোজাত শিশুকে কুড়িয়ে পান এক ব্যক্তি। এরপর ঘাটের এক পূজারী ব্রাহ্মণই তার নাম দেন 'মণিকর্ণিকা'। পালিত বাবার শাসনে ও শিক্ষায় মণি বড় হয়ে ওঠেন সাহসী এক 'যোদ্ধ' হিসেবে। আর যৌবনে পা দিতেই তার বিয়ে হয়ে যায় ঝাঁসির রাজপুত্রের সঙ্গে। বিয়ের পর তার নতুন নামকরণ হয় লক্ষ্‌মী। সেই লক্ষ্‌মীবাঈকে নিয়েই হলিউডে সিনেমা নির্মাণ করলেন স্বাতী বিসে।
এই নিউজ মোট   264    বার পড়া হয়েছে


হলিউডবিজ্ঞাপন
ওকে নিউজ পরিবার
Shekh MD. Obydul Kabir
Editor
See More » 

প্রকাশক ও সম্পাদক : শেখ মো: ওবাইদুল কবির
ঠিকানা : ১২৪/৭, নিউ কাকরাইল রোড, শান্তিনগর প্লাজা (২য় তলা), শান্তিনগর, ঢাকা-১২১৭।, ফোন : ০১৬১৮১৮৩৬৭৭, ই-মেইল-oknews24bd@gmail.com
Powered by : OK NEWS (PVT) LTD.