আগামী ৭ই মার্চ চ্যানেল আই চত্বরে ‘আইএফআইসি ব্যাংক চ্যানেল আই ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি ২৬ই মার্চের পরিবর্তে এবার এদিন নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে দেশের খ্যাতমান চিত্রশিল্পীদের উপস্থিতিতে এবং তাদের রং তুলির আঁচড়ে মহান মুক্তিযুদ্ধকে তুলে ধরা হবে এ অনুষ্ঠানের মাধ্যমে। এই অনুষ্ঠানে শিশুদেরও অংশগ্রহণ থাকবে। ৭ই মার্চ সকাল ১১.০৫ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণে প্রবীন চিত্রশিল্পী হাশেম খান আইএফআইসি ব্যাংক চ্যানেল আই ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠানটি উদ্বোধন করবেন। অনুষ্ঠানে ২জন প্রবীন চিত্রশিল্পী মনিরুল ইসলাম ও শহীদ কবীরকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। এই অনুষ্ঠানেই রেজওয়ানা চৌধুরী বন্যার নৃত্যত্বে সুরের ধারার পরিবেশনা থাকবে।
অদ্য ৪ মার্চ তেজগাঁওস্থ চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সরোয়ার, অনুষ্ঠানের উপস্থাপক বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অভিনেতা আফজাল হোসেন, গ্যালারি চিত্রকের প্রধান নির্বাহী মো. মনিরুজ্জামান, প্রবীন চিত্রশিল্পী আবদুল মান্নান এবং চ্যানেল আই অনুষ্ঠান বিভাগের সহকারী নির্বাহী পরিচালক ও শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর বলেন, এই অনুষ্ঠানটি চ্যানেল আই এর নিজস্ব কোনো অনুষ্ঠান নয়, এটি সার্বজনীন। এ অনুষ্ঠানের মাধ্যমে চিত্রশিল্পীদের মেল বন্ধনের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের অনেক বিষয় উঠে আসে।
শাহ আলম সারোয়ার বলেন, একটি জাতির ভিত্তিমূলে থাকে তার সংস্কৃতি। আমরা মনে করি এই ভিত্তিমূলকে শক্তিশালী করতে পারলেই তবে আমারদের সাংস্কৃতিক চেতনা তত বেশি শক্তিশালী হবে। আইএফআইসি ব্যাংক সেই চেতনা থেকেই এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত আছে।
আফজাল হোসেন বলেন, আমার ভালোলাগা থেকেই এই অনুষ্ঠানটি আমি উপস্থাপনা করছি। যতদিন ভালো থাকবো ততদিন এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবো।
আইএফআইসি ব্যাংক চ্যানেল আই ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠানটি দুপুর ২টা পর্যন্ত চলবে।
বার্তা প্রেরক-অরুণ চৌধুরী
প্রেস ইউং প্রধান
আরো পড়ুন : ভিডিও ধারণের সত্যতা মিললেও উদ্ধার হয়নি সেই ফোন সেট; উদ্বিগ্ন ও নিরাপত্তাহীনতায় ফুলপরী