আগামীকাল রাত ১০টায় লন্ডনের উদ্দেশ্য ঢাকা ছাড়বেন খালেদা জিয়া

ওকে নিউজ স্পেশাল জনপ্রতিনিধি নারী প্রচ্ছদ প্রবাস ভ্রমণ মুক্তমত লাইফ স্টাইল স্বাস্থ্য কথা হ্যালোআড্ডা

স্টাফ রিপোর্টার : উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশ্য ঢাকা ছাড়বেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। জাহিদ হোসেন বলেন, মঙ্গলবার রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বিমানে তিনি লন্ডনে যাবেন। আজ সন্ধ্যা ৭টার মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সহধর্মিনী যাবেন। ঢাকা বিমানবন্দর থেকে ঢাকা-দোহা, দোহা-লন্ডন ফ্লাইটে তিনি যাবেন। এছাড়া তার সঙ্গে মেডিকেল বোর্ডের ৬ জন সদস্য, ব্যক্তিগত কর্মকর্তা থাকবেন। কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সের চারজন চিকিৎসক এবং তাদের সহযোগীরা থাকবেন।

তিনি বলেন, লন্ডন ক্লিনিক বলে অনেক পুরাতন হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করা হবে। এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে যাবেন তিনি। চিকিৎসকরা সেখানে খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা করবেন। তাদের (চিকিৎসক) পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। লন্ডন বিমানবন্দরে খালেদা জিয়াকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানসহ লন্ডন বিএনপির দুই নেতা রিসিভ করার কথা রয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন : আবারো ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলিউশন’ ঘোষণা দেয়ার আল্টিমেটাম

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *