আজও করোনায় দেশ মৃত্যুশূন্য, শনাক্ত ১.০৩ শতাংশ

জাতীয় প্রচ্ছদ স্বাস্থ্য কথা

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫১ হাজার ১৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১১৮ জন।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায়ও করোনায় দেশে কেউ মারা যাননি এবং শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৭৬ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৯ হাজার ৯৩২টি নমুনা পরীক্ষায় ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে।

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *