আজ ৭ জানুয়ারি; আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আন্তর্জাতিক ইতিহাস-ঐতিহ্য জনপ্রতিনিধি তথ্য-প্রযুক্তি নারী পুরুষ প্রচ্ছদ বিনোদন রাজনীতি লাইফ স্টাইল শিক্ষা শিল্প-সাহিত্য সফলতার গল্প

প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্য জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।

আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।

ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম (oknews24bd.com) এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আজ ৭ জানুয়ারি ২০২ ইং, শনিবার, ২৩ পৌষ ১৪২৯ বাংলা, ৮ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের চতুর্থ দিন। বছর শেষ হতে আরো ৩৫৮ (অধিবর্ষে ৩৫৯) দিন বাকি রয়েছে।। আজ গণহত্যা দিবস– কম্বোডিয়া । এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ঘটনাবলী

১৪৫০ – গালানগো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৫৫৮ – সিপাহি বিদ্রোহে সংশ্লিষ্টতার অভিযোগে সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহর বিচার শুরু।

১৫৫৮ – ব্রিটেনের কাছ থেকে ফ্রান্সের কার্লাইস দখল।

১৬১০গ্যালিলিও গ্যালিলি প্রথম তার আবিস্কৃত চারটি চাঁদকে পর্যবেক্ষণ করেন।

১৭৬১ – ভারতের পানি পথে আফগানের সঙ্গে মারাঠাদেও পরাজয়।

১৭৮২আমেরিকার প্রথম কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব নর্থ আমেরিকা চালু।

১৭৮৫ – ফ্রান্সের জন ব্যাল্ন্চার্ড ও আমেরিকার জন জেফার ইংল্যান্ডের ডোভার থেকে ফ্যান্সের ক্যালাস পর্যন্ত গ্যাস বেলুনে উড়ে যান।

১৭৮৯ – মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৭৯৭ – বর্তমান ইতালির পতাকা প্রথম ব্যবহার করা হয়।

১৮২৯ – ভারতীয়রা এশিয়াটিক সোসাইটির সভ্য হওয়ার অনুমতি লাভ করে।

১৮৩৮ – স্যামুয়েল মোর্স প্রথমবারের মতো তার ইলেক্ট্রনিক টেলিগ্রাফের পরীক্ষা চালান।

১৮৬৬ – কলকাতায় প্রথম আদমশুমারি শুরু হয়।

১৯২৪ – আন্তর্জাতিক হকি ফেডারেশন প্রতিষ্ঠা হয়।

১৯২৭ – প্রথম ট্রান্সআটলান্টিক টেলিফোন সার্ভিস প্রতিষ্ঠিত। নিউ ইয়র্ক থেকে লন্ডন সংযোগের মাধ্যমে এটার কাজ শুরু হয়।

১৯৩০ – ডিজেল ইঞ্জিন চালিত প্রথম অটোমোবাইলের সফল যাত্রা সম্পন্ন হয়।

১৯৩৫ – ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমী পশ্চিমবঙ্গের কলকাতায় প্রতিষ্ঠিত হয়।

১৯৪০ – শীতকালীন যুদ্ধ: ফিনিস নবম ডিভিসন ফিনল্যান্ড আক্রমনকারী সোভিয়েত বাহিনীকে সম্পূর্ণ রূপে ধ্বংস করে দেয়।

১৯৪২ – বিশ্বজুড়ে চলাচলকারী প্রথম বাণিজ্যিক উড়োজাহাজ হিসেবে আত্মপ্রকাশ করে প্যান আমেরিকান এয়ারলাইন্স।

১৯৪৫ – তৎকালীন জেনারেল ফিল্ড মার্শাল র্বানাড মন্টেগোমারী সংবাদ সম্মেলনে ব্যাটল অব বুলাগ জয়ের মূল কৃতিত্ব দাবী করেন।

১৯৫২ – আমেরিকান প্রেসিডেন্ট হ্যারি ট্রুমেন হাইড্রোজেন বোমা তৈরির কথা জানান।

১৯৫৯ – আমেরিকা কিউবার ফিদেল কাস্ত্রোর নতুন সরকারকে স্বীকৃতি দেয়।

১৯৬৮ – বৈরুত বিমান বন্দররে ইসরাইলীকমান্ডো হামলার পর লেবানন সরকারের পদত্যাগ।

১৯৭৮ – দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আটক হাঙ্গেরির পবিত্র ক্রাউন হিসেবে খ্যাত ক্রাউন অব সেন্ট স্টিফেনের হাঙ্গেরিতে প্রত্যাবর্তন।

১৯৮৪ব্রুনাই আসিয়ানের ৬ষ্ঠ সদস্যপদ গ্রহণ করে।

১৯৮৬ – লিবিয়ার বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপিত হয়।

১৯৮৬ – মিশরের সিনাই মরুভূমি এলাকার একটি বন্দীশিবিরে পুলিশ কর্মকর্তা সোলাইমান খাতের নিহত হন।

১৯৮৯ – জাপানি সম্রাট হিরোহিতোর মৃত্যুর পর আকিহিতো জাপানের নতুন সম্রাট নির্বাচিত হন।

১৯৮৯ – আকিহিতো, জাপানি সম্রাট হিরোহিতোর মৃত্যুর পর জাপানের নতুন সম্রাট নির্বাচিত হন।

১৯৯৩ – বসনিয়া যুদ্ধ: বসনিয়ার সেনাবাহিনী ক্রাভিকের স্রেব্রেনিচা গ্রামে আৎসিক অভিযান পরিচালনা করে।

১৯৯৫ – ফিলিপাইনের ম্যানিলায় একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে রাসায়নিক দ্রব্য থেকে সৃষ্ট আগুনের সূত্র ধরে বড় ধরনের সন্ত্রাসী হামলা প্রজেক্ট বোজিনকা এর পরিকল্পনা ফাঁস।

১৯৯৮ – ১৫০ বছরের নির্যাতন-নিপীড়নের জন্যে দেশের আদিবাসীদের কাছে কানাডা সরকারেরর ক্ষমা প্রার্থনা।

১৯৯৯ – ১৩০ বছরের মধ্যে প্রথম মার্কিন সিনেটে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বিরুদ্ধে ইমপিচ বিচার শুরু।

২০১১ – বাংলাদেশ-ভারত সীমান্তে কুড়িগ্রামের অনন্তপুর-দিনহাটা সীমান্তের খিতাবেরকুঠি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সদস্যরা ফেলানী খাতুন নামের এক কিশোরীকে গুলি করে হত্যা করে।

জন্মদিন

১৮০০মিলার্ড ফিলমোর, মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ রাষ্ট্রপতি।

১৮৫৭জর্জ আব্রাহাম গিয়ারসন, প্রাচ্যতত্ত্ববিদ ও ভাষাতাত্ত্বিক।

১৮৭৩ – শার্ল পিয়ের পেগি, ফরাসি কবি ও সমাজতন্ত্রী।

১৯০০বিমানবিহারী মজুমদার, ভাগবতরত্ন, বাঙালি সাহিত্যিক ও গবেষক। (মৃ.১ নভেম্বর ১৯৬৯)

১৯২৯টেরি মুর, মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী।

১৯৪৮কেন্নি লগ্গিনস, আমেরিকান রক গায়ক।

১৯৪৮ইচিরু মিজুকি, জাপানি কন্ঠ অভিনেতা।

১৯৬৪নিকোলাস কেজ, মার্কিন অভিনেতা।

১৯৬৭ইরফান খান, ভারতীয় অভিনেতা। (মৃ. ২০২০)

১৯৭১জেরেমি রেনার, মার্কিন অভিনেতা ও গায়ক।

১৯৭৯বিপাসা বসু, ভারতীয় অভিনেত্রী।

১৯৮২রুথ নেগা, ইথিওপীয়-আইরিশ অভিনেত্রী।

১৯৯১এদেন আজার, বেলজিয়ামের ফুটবল খেলোয়াড়।

মৃত্যুদিন

১৪১৬ – দরবেশ নূর কুতুবুল আলম।

১৯৪৩ – নিকোলা টেসলা, বিখ্যাত সার্বিয়মার্কিন আবিষ্কারক, পদার্থবিজ্ঞানী, প্রকৌশলী।

১৯৫১ – নিরূপমা দেবী, মহিলা ঔপন্যাসিক। (জ.০৭/০৫/১৮৮৩)

১৯৭২ – প্রাবন্ধিক ও গবেষক যোগেশচন্দ্র বাগল পরলোকগমন করেন।(জ.২৭/০৫/১৯০৩)

১৯৮৪ আঙুরবালা, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও মঞ্চাভিনেত্রী। (জ.১৯/০৮/১৯০০)

১৯৮৪ – আলফ্রেদ কাস্তল, নোবেলজয়ী ফরাসি পদার্থবিদ।

১৯৮৬ – মিশরের সিনাই মরুভূমি এলাকার একটি বন্দীশিবিরে পুলিশ কর্মকর্তা সোলাইমান খাত ।

১৯৮৯ – হিরোহিতো, জাপান সম্রাট।

১৯৯৮ – রিচার্ড হ্যামিং, মার্কিন গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।

২০১৬ – মুফতি মুহাম্মদ সাইদ, জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী।

২০২২ – বাংলার যাত্রাজগতের কিংবদন্তি সুরকার ও গায়ক প্রশান্ত ভট্টাচার্য।[১]

৭ জানুয়ারি বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানব উপকৃত হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ৭ জানুয়ারি তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা।
সুত্র; বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির

আরো পড়ুন : উন্নয়নের মাইলফলকের দেশে নতুন বছরে নানামুখী অস্থিরতা সামাল দেওয়াই বড় চ্যালেঞ্জ

আরো পড়ুন: আজ ৫ জানুয়ারি; আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *