আবদুল গাফফার চৌধুরীর মরদেহ ঢাকার পথে

জাতীয় তথ্য-প্রযুক্তি পুরুষ পুরুষ অধিকার প্রচ্ছদ প্রবাস হ্যালোআড্ডা

মহান একুশের অমর সঙ্গীতের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে (বিজি ২০২) লন্ডনের হিথ্রো এয়াপোর্ট থেকে শুক্রবার বাংলা‌দেশ সময় রাত ১২টার দিকে ফ্লাইট রওয়ানা দিয়েছে।

আজ শনিবার দুপুরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবে। একই ফ্লাইটে মরহুম আবদুল গাফফার চৌধুরীর পরিবারের সদস্যরাও ঢাকায় যাচ্ছেন।

আবদুল গাফফার চৌধুরীর মরদেহ বিমানে তোলার সময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন সাইদা মুনা তাসনিম হিথ্রো এয়াপোর্টে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন, মরহুম আবদুল গাফফার চৌধুরীর মরদেহ সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাংলাদেশে পাঠানোর সার্বিক প্রক্রিয়া সম্পন্ন করেছে।

আরো পড়ুন : মিরসরাই র‍্যাবের ওপর হামলা ও প্রাইভেট কার ভাংচুরের নেতৃত্বে ছাত্রলীগ নেতা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *