‘আমরা ৮৮’র উদ্যোগে দিনাজপুরে কম্বল উপহার

জাতীয় প্রচ্ছদ লাইফ স্টাইল

শাহ্ আলম শাহী, দিনাজপুর থেকেঃ উত্তরের জনপদ দিনাজপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল উপহার দিয়েছে ‘আমরা ৮৮।’
সোমবার (২৩ জানুযারি) দিনাজপুর শহরের পূণর্ভরা নদীর তীরে আদর্শ স্কুল প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে এ কম্বল উপহার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাব ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার এবং দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভিরুল ইসলাম। আমরা ৮৮ এর জেলা সমন্বয়ক শাহ্ আলম শাহী’র সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছো ও স্বাগত বক্তব্য রাখেন আমরা ৮৮’র নিবেদিত প্রাণ অধ্যক্ষ শরিফুল ইসলাম সাগর, শাহজাহান নভেল, শামীম করীর অপু, সৈয়দ আজাদুর রহমান বিপু, মিনারুল ইসলাম মিনার, মামুনুর রহমাসন জুয়েল, মো.রফিকুল ইসলাম, প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সাধারণ সম্পাদক সৈয়দ সায়েম হোসেন, অপু সারোয়ার, সমাজ সেবক জাকির হোসেন রেমো, মানবাধিকার কর্মী ফারহানা মনি ও শিক্ষক মাসুদ ইবনে নফি।

আমরা ৮৮’র নিবেদিত প্রাণ অধ্যক্ষ শরিফুল ইসলাম সাগরের ছোট ভাই মনজুরুল ইসলাম জুয়েল সড়ক দূর্ঘটনায় অকাল মৃত্যুতে তাঁর রূহের মাগফেরাত কামনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল উপহার দেয়ার আগে দো‘আ ও মোনাজাত করা হয় । মোনাজাত পরিচালনা করেন ঐতিহ্যবাহী মাটির মসজিদের পেশ ঈমাম মাওলানা মো. লুৎফর রহমান।
অনুষ্ঠানে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল উপহার তুলে দেয় ‘আমরা ৮৮।’

অনুষ্ঠানের অতিথি দিনাজপুর প্রেসক্লাব ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার বলেন, ‘শীতর মৌসুমে উত্তরের হিমায়িত জেলা দিনাজপুরে শীতার্ত মানুষের মাঝে ‘আমরা ৮৮’র উদ্যোগ সত্যই প্রশংসনীয়। করুণা করে অসহায়, দুঃস্থ, গরীব বলে উল্লেখ করে বিতরণ নয়, তারা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল উপহার দিচ্ছেন। যা অনেকের কাছে শিক্ষণীয় ব্যাপার।’

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভিরুল ইসলাম বলেন, আমার খুবই ভালো লাগছে এমন একটি মহৎ কার্যক্রমে উপস্থিত হতে পেরে। সরকারের পাশাপাশি ‘আমরা ৮৮’র মতো সমাজের বিত্তবান ও স্বচ্ছল ব্যাক্তি এবং প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে মানবতার সেবায়। এতে অনেকে দুঃখ-কষ্ট লাগব হবে। মানবতা পরিস্ফুটিত হবে।’
‘আমরা ৮৮’র এ কার্যক্রম ও মানবতা সেবা অব্যাহত থাকবে বলে জানান জেলা সমন্বয়ক শাহ্ আলম শাহী। তিনি বলেন, ‘আমরা ৮৮’র এ ক্ষুদ্র প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে। সবার ভালোবাসা-সহযোগিতা ও সহমর্মিতা আমাদের পাথেয়।’

শাহ্ আলম শাহী
দিনাজপুর।

আরো পড়ুন : আজ ২৩ জানুয়ারি; আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *