এবার ন্যাটোর নেতারা পূর্ব ইউরোপে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করল

আন্তর্জাতিক প্রচ্ছদ

পূর্ব ইউরোপে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার বিষয়ে সম্মত হয়েছেন পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর নেতারা। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষিতে ন্যাটোর নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ব্রাসেলসে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে ন্যাটো নেতারা এ তথ্য জানান বলে বিবিসি ও গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়ার পদক্ষেপের জবাবে আমরা ন্যাটোর প্রতিরক্ষা পরিকল্পনা সক্রিয় করেছি। ন্যাটো রেসপন্স ফোর্স মোতায়েন করেছি, পূর্ব দিকে ৪০ হাজার সেনা সরিয়ে নিচ্ছি। পাশাপাশি উল্লেখযোগ্য বিমান এবং নৌ সরঞ্জাম সেখানে নিচ্ছি।

এছাড়া বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার যে আক্রমণ তা প্রজন্মের সবচেয়ে বড় নিরাপত্তা সংকট। আমরা জোটকে শক্তিশালী রাখতে ও আমাদের জনগণকে নিরাপদ রাখতে ঐক্যবদ্ধ আছি।’

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *