এস আলম গ্রুপের ৬ কারখানা হঠাৎ বন্ধ 

অর্থনীতি জনদুর্ভোগ জাতীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রচ্ছদ শিল্প প্রতিষ্ঠান হ্যালোআড্ডা

চট্টগ্রাম প্রতিনিধি: আলোচিত শিল্পগ্রুপ এস আলমের ছয়টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পূর্ব ঘোষণা ছাড়া কোম্পানিটির এমন সিদ্ধান্তে বেকার হয়ে পড়েছেন প্রায় ১২ হাজার মানুষ। গতকাল সকালে এস আলমের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের স্বাক্ষরে এসব কারখানা বন্ধের বিষয়ে নোটিশ দেয়া হয়। নোটিশে কারখানা খোলার তারিখ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নোটিশের মাধ্যমে জানানো হবে বলে উল্লেখ করা হয়।

বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো হলো- এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম পাওয়ার প্লান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড-নফ, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এগুলো চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কালারপুল, ইছানগর ও বাঁশখালীর গণ্ডামারায় অবস্থিত। নোটিশে বলা হয়, ‘সকল শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্যকারণবশত আগামী ২৫শে ডিসেম্বর হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। তবে, নিরাপত্তা বিভাগ, ডেলিভারি সেকশন ও জরুরি বিভাগ (ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক) খোলা থাকবে।’

নাম প্রকাশ না করার শর্তে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেডের একজন কর্মকর্তা জানান, এস আলম গ্রুপের ওই ছয় কারখানায় নিয়োগপ্রাপ্ত এবং ক্যাজুয়াল মিলে ১২ হাজার কর্মকর্তা-কর্মচারী-শ্রমিক রয়েছেন। হঠাৎ কারখানা বন্ধের সিদ্ধান্তে বিপাকে পড়েছেন সবাই। এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেডের ডিজিএম রফিকুল ইসলাম বলেন, আমরা নোটিশ পেয়েছি। এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। এদিকে প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেড’ ও এস আলম পাওয়ার প্লান্ট লিমিটেডের শ্রমিক-কর্মকর্তারা। এ সময় কারখানা বন্ধের সিদ্ধান্ত থেকে সরে না আসলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। বিক্ষুব্ধরা জানান, কোনো নোটিশ বা ঘোষণা ছাড়া হঠাৎ করে দুপুর বেলায় অফিস কর্তৃপক্ষ এসে আগামীকাল থেকে কারখানার সকল ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। কর্তৃপক্ষের হঠাৎ এমন সিদ্ধান্ত আমরা কেউই মানতে পারছি না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলনে যাবো।

আরো পড়ুন : ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে !

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *